স্ট্রাইকার জুলিয়েন আলভারেজের (১৬ ও ২২ মিনিটে) জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি (Manchester City)। সিটির মূল স্ট্রাইকার আর্লিং হল্যান্ড প্রায় দুই মাস পর মাঠে নামলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম জয়ের পাশাপাশি বার্নলির বিপক্ষে টানা ১৩তম জয় পেয়েছে সিটি।
এবার শিরোপা নিয়ে সিটি ও লিভারপুলের লড়াই। ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। একই সঙ্গে সিটি ও আর্সেনালের পয়েন্ট ৪৬। গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে সিটি। ৪৬ মিনিটে ফিল ফোডেনের পাস থেকে সিটির হয়ে ম্যাচের তৃতীয় গোলটি করেন রদ্রি। একই সঙ্গে ইনজুরি টাইমের ৯০+৩ মিনিটে আমিন আল দারখিলের একমাত্র গোলটি বার্নলির হয়ে হলেও পরাজয় ঠেকানো যায়নি। দশম খেলোয়াড় হিসেবে নিজের জন্মদিনে ইপিএলে দুই বা ততোধিক গোল করলেন আলভারেজ।
+3 points ✅ pic.twitter.com/mCs4tTA6ET
— Manchester City (@ManCityFra) January 31, 2024
ইপিএলের আরেক ম্যাচে চেলসিকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে লিভারপুল। লিভারপুলের হয়ে একটি করে গোল করেন দিয়েগো জোতা (২৩ মিনিট), কনর ব্র্যাডলি (৩৯ মিনিট), ডোমোনিক জোবোসলাই (৬৫ মিনিট) ও লুইস দিয়াজ (৭৯ মিনিট)। চেলসির হয়ে গোল করেন ক্রিস্টোফার এনকুনকু (৭১ মিনিট)।