প্রায় বারো বছরের অপেক্ষার অবসান। জাতীয় স্তরের ট্রফি জিতেছে কলিঙ্গ সুপার কাপ। গোটা টুর্নামেন্ট অপরাজিত ও সব ম্যাচ জিতে ওড়িশায় সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। সেই ট্রফি ক্লাবের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে।
ইমামির সঙ্গে গাঁটছড়া বাঁধার পর ট্রফি এসেছে ইস্টবেঙ্গল ক্লাব। কোয়েস, শ্রী সিমেন্ট বিনিয়োগকারী হিসেবে এলেও ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় দ্রুত বিদায় নিয়েছিলেন তারা। এরপর ইনভেস্টর সন্ধানের কাজে বেশ বেগ পেতে হচ্ছিল লাল হলুদ কর্তাদের। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে প্রার্থনা করে ক্লাব। মুখ্যমন্ত্রী এক টেবিলে বসিয়ে ইস্টবেঙ্গল ও ইমামি কোম্পানির কর্তাদের মধ্যে কথা বলে সব ব্যবস্থা করে দেন।
East Bengal club officials had reached the Hon'ble Chief Minister @MamataOfficial house today with the Kalinga Super Cup champion trophy 🏆❤️💛#JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/gslLg8CtmO
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) February 1, 2024
ইন্ডিয়ান সুপার লীগ খেলার জন্য একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ইনভেস্টর সমস্যায় মাঝে প্রশ্ন উঠেছিল, ইস্টবেঙ্গল আদৌ ইন্ডিয়ান সুপার লীগ খেলতে পারবে তো?
ইস্টবেঙ্গলের ট্রফি জয়ের নেপথ্যে মুখ্যমন্ত্রীর অবদান রয়েছে। তাই তো সুপার কাপ নিয়ে তাঁর বাড়িতে সোজা হাজির হয়েছিলেন ক্লাব কর্তারা। মমতার হাতেই তুলে দেওয়া হয়েছিল সুপার কাপ।