ফুটবলপ্রেমীদের (Football Fnas) জন্য অপেক্ষার অবসান। ২৩ জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে কিক অফ হতে চলেছে ২০২৫ ডুরান্ড কাপের (Durand Cup 2025)। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের সূচনালগ্নে কলকাতার মাটি আবারও সাক্ষী থাকবে এক বর্ণাঢ্য উৎসবের। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ও সাউথ ইউনাইটেড (South United FC)। তবে মাঠে বল গড়ানোর আগে নজর থাকবে উদ্বোধনী অনুষ্ঠানের দিকে, যা এবার আরও জমকালো এবং ঐতিহ্যবাহী হতে চলেছে।
এবারের ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৩ সালে তিনি বল কিক মেরে ডুরান্ডের সূচনা করেছিলেন। গতবার সরকারি সফরে দিল্লিতে থাকায় উদ্বোধনী মঞ্চে থাকতে পারেননি, তবে এবার ফিরছেন চেনা ভূমিকায়। সঙ্গে থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের উচ্চপদস্থ আধিকারিকরা।
প্রতিবারের মতো এবারও ডুরান্ডের উদ্বোধন হচ্ছে রাজকীয় কায়দায়। বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হবে অনুষ্ঠান। সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে আকাশে ‘ফ্লাইপাস্ট’, থাকছে দৃষ্টিনন্দন এয়ার শো। সেনার বিভিন্ন ডিভিশনের সদস্যরা তুলে ধরবেন তাঁদের নিজস্ব দক্ষতা ও ঐতিহ্য। গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’, শিখ রেজিমেন্টের ‘ভাংড়া’, মার্শাল আর্ট এবং আরও অনেক কিছু। সেনাবাহিনীর নিজস্ব ব্যান্ডের তালে তালে এই পারফর্ম্যান্সগুলো তুলে ধরবে দেশপ্রেম ও শৃঙ্খলার বার্তা।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা স্থানীয় সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই কারণেই বাংলার বাউল গান এবং ছৌ নৃত্য এবার বিশেষভাবে জায়গা করে নিচ্ছে মঞ্চে। বাংলার মাটির সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে এমন আয়োজন নিঃসন্দেহে বাংলার ফুটবলপ্রেমীদের গর্বিত করবে।
শুধু কলকাতা নয়, এবারের ডুরান্ড কাপের চারটি আয়োজক শহর জামশেদপুর, ইম্ফল, কোকরাঝাড় এবং শিলংতেও প্রথম ম্যাচের আগে স্থানীয় সংস্কৃতি ও সেনা বাহিনীর উদ্যোগে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান হবে। কেন্দ্রীয় থিম থাকবে দেশাত্মবোধ, ঐতিহ্য এবং খেলাধুলার সমন্বয়।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। অনলাইনের পাশাপাশি মাঠের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান—তাঁবু এবং যুবভারতীর কাউন্টার থেকেও টিকিট মিলছে। ম্যাচের দিন সংশ্লিষ্ট ক্লাবের তাঁবু থেকেও মিলবে প্রবেশপত্র। ডায়মন্ডহারবার এফসির ম্যাচের টিকিট পাওয়া যাবে মহামেডান ক্লাব থেকেও। তবে ম্যাচের দিন যুবভারতীর কাউন্টার বন্ধ থাকবে, এমনটাই জানিয়েছে আয়োজক সংস্থা।
টিকিটের দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে ৫০, ১০০ এবং ২০০ টাকা। ফলে পরিবার নিয়ে মাঠে এসে খেলা উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষেই, সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ কিক অফ হবে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেডের ম্যাচ। দুই দলের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের আয়োজনও এবারের ডুরান্ড কাপকে করে তুলেছে বিশেষ।
Mamata Banerjee will presnet Durand Cup 2025 Opening Ceremony with Army Performance to Bengali Song