যুবভারতীতে বিশৃঙ্খলা, প্রকাশ্যে ক্ষমা চেয়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee calls for emergency meeting

কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা ও অনুষ্ঠান ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, সল্টলেক স্টেডিয়ামে যা ঘটেছে, তাতে তিনি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত।

মুখ্যমন্ত্রী বলেন, “আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে চরম অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি অত্যন্ত বিচলিত ও বিস্মিত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও দর্শক তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার আশায় স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। আমিও সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে ছিলাম।”

   

ক্ষমা প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী

এই ঘটনার জন্য লিওনেল মেসি এবং সমস্ত ক্রীড়াপ্রেমী ও দর্শকদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই অনভিপ্রেত ঘটনার জন্য আমি লিওনেল মেসি ও সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তাঁর অনুরাগীদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি আশিম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র ও পাহাড় বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব।

বিস্তারিত তদন্তের আশ্বাস

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে।

বিবৃতির শেষে মুখ্যমন্ত্রী ফের একবার ক্রীড়াপ্রেমীদের কাছে দুঃখপ্রকাশ করে বলেন, “আরও একবার সমস্ত ক্রীড়াপ্রেমীর কাছে আমি আমার আন্তরিক ক্ষমা জানাচ্ছি।”

যুবভারতীর ঘটনায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক। তদন্ত কমিটির রিপোর্টে আয়োজক সংস্থা, প্রশাসনিক ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা কতটা স্পষ্ট হয়, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন