এই ভারতীয় উইঙ্গারকে নিয়ে আগ্ৰহী বিদেশের দুই ফুটবল ক্লাব

শেষ হয়ে এসেছে এবারের ফুটবল মরসুম। ডুরান্ডের পর গত কয়েকদিন আগেই শেষ হয়েছে দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ। যেখানে জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত…

Malaysian Clubs Show Interest in Indian Winger Aniket Jadhav for Transfer

শেষ হয়ে এসেছে এবারের ফুটবল মরসুম। ডুরান্ডের পর গত কয়েকদিন আগেই শেষ হয়েছে দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ। যেখানে জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। তবে শুধুমাত্র টুর্নামেন্টের লিগ কাপ নয়। এই জয়ের ধারা বজায় রেখেই টানা দ্বিতীয়বারের মতো শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে ময়দানের এই প্রধান। আসন্ন কলিঙ্গ সুপার কাপে সেই ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য মেরিনার্সদের। যেদিকে নজর থাকবে দেশের সকল ফুটবলপ্রেমীদের। তবে খুব একটা পিছিয়ে নেই অন্যান্য দলগুলি।

Advertisements

Also Read |  যত কান্ড সুপার কাপে! হেড কোচ ছাড়াই মাঠে নামবে এই দল

   

বহু আগে থেকেই এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে একাধিক ফুটবল ক্লাব। নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জয় করে মরসুম শেষ করাই এখন প্রধান লক্ষ্য সকলের। সেইসাথে চলছে নতুন সিজনের প্রস্তুতি। এখন থেকেই নয়া মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে তিন প্রধানের পাশাপাশি খেলোয়াড়‌ দলে নেওয়ার জন্য কথাবার্তা অনেক আগেই শুরু করে দিয়েছে একাধিক ক্লাব। আসলে এই মরসুমের ভুল ত্রুটি শুধরে নিয়ে আগামী সিজনে নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা রয়েছে সকলের। সেই অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করতে মরিয়া প্রত্যেকে।

Also Read | বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে অভিষেক-নীতিশ-হর্ষিতের নাম অন্তর্ভুক্তের সম্ভাবনা

Advertisements

যারফলে সেই নিয়েই এখন সরগরম দল বদলের বাজার। তবে শুধুমাত্র ভারতীয় ফুটবল ক্লাব নয়। এবার ভারতের তরুণ ফুটবলারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রথম ডিভিশনের দুই ফুটবল ক্লাব। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তিনি অনিকেত যাদব (Aniket Jadhav)। বর্তমানে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই উইঙ্গার। চলতি সিজনে মোট সাতটি ম্যাচ খেলেছেন বছর চব্বিশের এই ফুটবলার। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাবের। তারপরেই হয়তো ভারত থেকে অন্যত্র খেলতে যেতে পারেন অনিকেত।

বর্তমানে যতদূর খবর তাঁকে পেতে যথেষ্ট এগিয়ে বিদেশের ক্লাব শ্রী পাহাঙ্গ এফসি। শেষ পর্যন্ত তিনি যদি সেই দলে সই করেন তাহলে পরবর্তীতে অনেকটাই লাভবান হতে পারে ভারতীয় ফুটবল। আসলে বিদেশে খেলার অভিজ্ঞতা নিঃসন্দেহে অনেকটাই এগিয়ে দেয় ফুটবলারদের। যা প্রভাত ফেলতে পারে আগামী দিনে।