Mohun Bagan: কামিংসয়ের কলকাতা আগমন নিয়ে মিলল বিরাট আপডেট

ATK Mohun Bagan's forward Jason Cummings

Major Update: ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে ইন্ডিয়ান সুপার লীগের একাধিক দল। বিদেশি ফুটবলাররাও একে একে আসতে শুরু করেছেন ভারতে। পেশাদার ফুটবল জমানায় ব্যক্তিগত উদ্যোগে অবশ্য ফিটনেস ধরে রাখতে মরীয়া খেলোয়াড়রা। তবুও শহরের মাঠে প্রিয় ক্লাবের অনুশীলন দেখার জন্য উৎসাহ থাকে অন্য মাত্রায়। পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে এখনও মাঠে নামেনি মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। কলকাতায় এসে পৌঁছননি জেসন কামিংস (Jason Cummings)। তিলোত্তমা কবে আসবেন তিনি? এ ব্যাপারে মিলল বড় আপডেট।

এবারের ট্রান্সফার মার্কেটে এখনও পর্যন্ত সব থেকে বড় চমক দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট । বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিংসকে মোটা অর্থের বিনিময়ে সই করিয়েছে ক্লাব। তাকে দেখার জন্য উদগ্রীব বাগান সমর্থকরা। কবে আসবেন জেসন? এই প্রশ্ন রয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে। তার কলকাতায় আসার ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে মিলেছে আপডেট।

   

জানা গিয়েছে, দ্রুত কলকাতায় আসার বিমান ধরতে চলেছেন অস্ট্রেলিয়ান তারকা। এডিনবার্গ থেকে আসবেন কলকাতায়। সব ঠিক থাকলে হয়তো আগামীকাল বিমানে উঠবেন তিনি। শনিবার বিমানে উঠলে কলকাতায় পা রাখবেন রবিবার। বিমানের নির্ধারিত টাইম টেবিল বজায় থাকলে ২২ জুলাই রাত আড়াইটে নাগাদ কলকাতায় ঢুকতে পারেন জেসন কামিংস।

বাগান ফুটবলাররা নিজেদের মতো অনুশীলন চালিয়ে যাচ্ছেন। দল হিসেবে দ্রুত মাঠে নামবে তারা। জেসন উপস্থিত হওয়ার পরেই হয়তো পুরো দমে মাঠে নেমে পড়বে মোহন বাগান সুপার জায়ান্ট। এখনও পর্যন্ত যা খবর, বাইশ তারিখ থেকেই অনুশীলন শুরু করে দিতে পারে সবুজ মেরুন ব্রিগেড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন