বলিউড ও ক্রিকেট জগতের সম্পর্ক অনেক গভীর। মনসুর আলি পটৌদী-শর্মিলা ঠাকুরের যুগ থেকে শুরু করে হালের কেএল রাহুল-আথিয়া শেট্টি পর্যন্ত ক্রিকেট ও বিনোদনের এই মেলবন্ধন কখনওই পুরনো হয় না। সেই তালিকায় ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) নাম উঠে এসেছিল।
জানা গিয়েছে টেলিভিশন ও পাঞ্জাবি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা শর্মা (Mahira Sharma) সঙ্গে ডেট করছেন মোহাম্মদ সিরাজ। তবে সম্প্রতি ‘বিগ বস ১৩’ ও ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত মাহিরা শর্মার নিজেই সব জল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি জানিয়েছেন এই সমস্ত গুজবের কোনও ভিত্তি নেই। তিনি কারও সঙ্গে ডেটিং করছেন না।
মাহিরা (Mahira Sharma) ফিল্মিগিয়ানের সঙ্গে কথা বলার সময় স্পষ্ট করে বলেছেন, “আমি কারও সঙ্গে ডেটিং করছি না। আমি কখনও গুজব নিয়ে কিছু পরিষ্কার করি না। তুমি আমার সম্পর্কে ভালো বা খারাপ যাই বলো, আমি সেই ব্যক্তি যে কোনও প্রতিক্রিয়া দেখায় না।”
তিনি আরও বলেন, “ভক্তরা যে কারও সঙ্গে আপনার নাম জুড়ে দিতে পারে, আমরা তাদের থামাতে পারি না। আমি যেমন আমার কাজ করি, তারাও তাদের মতো করে। তারা ভিডিও সম্পাদনা করে, তৈরি করে।” দীর্ঘদিন ধরে মাহিরা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গুজবের বিষয়ে নীরব ছিলেন। তবে এবার তিনি স্পষ্ট করে দিয়েছেন এই সমস্ত দাবির কোনও ভিত্তি নেই।
অন্যদিকে, কয়েকদিন আগে একটি ঘনিষ্ঠ সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল যে, মাহিরা এবং সিরাজ তাদের সম্পর্ক গোপন রাখছেন এবং বেশ কয়েক মাস ধরে একসঙ্গে সময় কাটাচ্ছেন। কিন্তু মাহিরার এই বক্তব্য সেই দাবিকে মিথ্যা প্রমাণ করেছে।
মাহিরার (Mahira Sharma) মা সানিয়া শর্মাও এই গুজবের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি বলেছেন, “যে কেউ যা খুশি বলতে পারে। আমার মেয়ে একজন সেলিব্রিটি বলেই এমনটা হয়।” মাহিরার মা আরও জানান, সেলিব্রিটি হওয়ার কারণে তাঁর মেয়ের নাম যে কারও সঙ্গে জড়ানো হতে পারে, কিন্তু তাতে সত্যতা নেই।
মাহিরা শর্মা (Mahira Sharma)যিনি ‘বিগ বস ১৩’-এর সময় সহ-প্রতিযোগী পরশ চাবরার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর থেকে মাহিরার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছিল। বর্তমানে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজের সঙ্গে তাঁর নাম জড়ানোর বিষয়ে মুখ খুলেছেন। ‘নাগিন ৩’, ‘রার দুয়া রিটার্নস’ এবং ‘বিগ বস ১৩’-এর জন্য পরিচিত মাহিরা। ঘরোয়া ক্রিকেটে পেশাদার ও আইপিএলে গুজরাট টাইটান্সের তারকা বোলার সিরাজের মধ্যে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। ২০২৪ সালের নভেম্বরে সিরাজ মাহিরার একটি ইনস্টাগ্রাম পোস্ট লাইক করার পর এই গুঞ্জন আরও জোরালো হয়।