কলকাতা ফুটবল লীগের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে এগারো বনাম এগারোর খেলা। কলকাতা লীগের প্রথম ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের। জয়ের সরণিতে ছিল ক্লাব। টুর্নামেন্টের সম্প্রতিতম ম্যাচে পরাজিত হয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল। এক দিকে চলছে লীগের প্রস্তুতি, অন্য দিকে চলছে দল গঠন করার কাজ।
সোমবার আরও এই ফুটবলারকে স্কোয়াডে নিশ্চিত করার খবর দেওয়া হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এদিন সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে এই খবর। উদীয়মান এক তরুণ ফুটবলারকে দলে নিয়েছে সাদা কালো ব্রিগেড। খুব পরিচিত না হলেও যারা এই তরুণ ফুটবলারের খেলা দেখেছেন তারাই প্রশংসা করেছেন।
A warm embrace for our newest talent from Manipur! 🤗
Welcome aboard, young defender!🤩#JaanJaanMohammedan #IndianFootball pic.twitter.com/YDReFOCNNr
— Mohammedan SC (@MohammedanSC) July 24, 2023
মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের স্কোয়াডে সামিল করে Dettol Moirangthem- কে। অখ্যাত এই ফুটবলার উঠে এসেছেন মণিপুর থেকে। খেলেন রক্ষণভাগে। মূলত সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলতে অভ্যস্ত ডেটল। ভালো গতি রয়েছে এই ছেলেটার পায়ে। ক্লাসিক ফুটবল অ্যাকাডেমি থেকে লোনে Dettol Moirangthem- কে দলে নিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব।
View this post on Instagram
২০২৩-২৪ মরসুমের জন্য Dettol Moirangthem- কে লোনে নিয়েধে মহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাসিক ফুটবল অ্যাকাডেমির পক্ষ থেকে তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে এই লোনের কথা। পোস্টের কমেন্ট বক্সে অ্যাকাডেমির ফলোয়ারো শুবেফ জানিয়েছেন। মহামেডান স্পোর্টিং ক্লাবের পোস্টের কমেন্ট বক্সে করা মন্তব্যেও উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে।