চলতি সিজনে ইমামি ইস্টবেঙ্গলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হিসেবে উঠে এসেছেন মাদিহ তালাল (Madih Talal)। ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। প্রতিটি ক্ষেত্রেই দলের মাঝমাঠ সামাল দেওয়ার ক্ষেত্রে অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছিলেন এই ফরাসি তারকা। বিশেষ করে দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মাদিহ তালাল। কিন্তু গত বৃহস্পতিবার বদলে যায় গোটা পরিস্থিতি। এদিন নিজেদের ঘরের মাঠেই শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মশাল ব্রিগেড।
যেখানে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে বল দখলের লড়াইয়ে গিয়ে গুরুতর জখম হন এই ফরাসি তারকা। প্রবল যন্ত্রনায় মাঠের মধ্যেই আর্তনাদ করতে থাকেন এই মিডফিল্ডার। যারফলে ম্যাচের ১১ মিনিটের মাথায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই দাপুটে ফুটবলারকে। তা দেখে অনেকেই অনুমান করতে পেরেছিল যে আগামী বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে দলের এই ভরসাযোগ্য মিডফিল্ডারকে। সাময়িক সুশ্রুষার পর মাঝে একবার মাঠে ফিরে আসলেও খুব একটা সময় সক্রিয়তা দেখাতে পারেননি এই তারকা।
পরবর্তীতে টানেল থেকে বেরোবার সময় তাঁকে সাহায্য করতে দেখা যায় ওডিশা দলের দুই ফুটবলারকে। বর্তমানে সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। বলাবাহুল্য, ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় নিজের ডান পা নিচে ফেলতে পারছিলেন না লাল-হলুদের এই মিডফিল্ড জেনারেল। বাঁ হাতে ক্রাচ ধরে নিজেকে কোনও রকমে সিঁড়ি থেকে নামার চেষ্টা করছিলেন এই তারকা। যারফলে চলতি সিজনে আদৌও তিনি আর মাঠে নামতে পারবেন কিনা এখন সেদিকেই নজর থাকবে সকলের। চিকিৎসকদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে সমস্ত কিছু।
অন্যদিকে, কুঁচকির চোটের জন্য বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারেননি গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। তাঁর বদলে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভাকে নিয়েই নিজের একাদশ সাজিয়েছিলেন অস্কার ব্রুজন। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি এই তারকা। লালচুংনুঙ্গা গোল করে দলকে এগিয়ে দিলেও সেটি বজায় রাখা সম্ভব হয়নি।