সপ্তাহ কয়েক আগেই মাদিহ তালালকে (Madih Talal) রিলিজ করে দিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। গত মরসুমের মাঝামাঝি সময় চোটের কবলে পড়তে হয়েছিল এই ফরাসি তারকাকে। যারফলে আর মাঠে ফিরতে পারেননি এই তারকা মিডফিল্ডার। তবে অনেকেই মনে করেছিল যে এই নয়া সিজনে হয়তো মাদিহ তালালকে (Madih Talal) রেখেই দল সাজাবেন লাল-হলুদ (East Bengal FC) কোচ অস্কার ব্রুজো। কিন্তু সেটা হয়নি। স্বাভাবিকভাবেই পরবর্তীতে এই বিদেশি ফুটবলারের দলে থাকা নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক ধোঁয়াশা। সেটাই হয় শেষ পর্যন্ত। নিজেদের সোশ্যাল সাইট থেকে তালালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে ছিল মশাল ব্রিগেড।
তবে নতুন মরসুমে তিনি আদৌও কোথায় যোগদান করবেন সেই নিয়ে দেখা দিয়েছিল নানা জল্পনা। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছিল যে, ইস্টবেঙ্গল থেকে এবার হয়তো আইএসএলের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা জামশেদপুর এফসিতে যোগদান করতে পারেন এই ফুটবলার। সেটাই হল এবার। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছে জামশেদপুর ম্যানেজমেন্ট। কিন্তু তিনি একানন। কিছুদিন আগেই লাল-হলুদের আরেক প্রাক্তন ফুটবলার তথা মার্ক জোথানপুইয়াকে দলে টেনেছিল ইস্পাত নগরীর এই ক্লাব।
এবার মাদিহ তালালের (Madih Talal) উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের মাঝমাঠকে। গত আইএসএলে ইস্টবেঙ্গল দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছিলেন তিনি। সেবার ডুরান্ডের হতাশার পর ইন্ডিয়ান সুপার লিগের প্রথম থেকেই দলের মাঝমাঠের চালিকা শক্তি হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন মাদিহ তালাল। কার্লেস কুয়াদ্রাতের সময় থেকে অস্কার ব্রুজো। সকলের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছিলেন এই বিদেশি। এমনকি দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মাদিহ তালাল (Madih Talal)।
কিন্তু ছন্দপতন হয়েছিল টুর্নামেন্টের প্রথম লেগের শেষের দিকে। নিজেদের ঘরের মাঠেই শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে গিয়েই দেখা দিয়েছিল বিপত্তি।
সেই ম্যাচেই হুগো বুমোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন মাঝমাঠের এই তারকা। ধীরে ধীরে কেটে গিয়েছে অনেকটা সময়। প্রিয় লাল-হলুদ জার্সিতে মাঠে ফেরার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। এবার জামশেদপুর এফসির জার্সিতে নিজের হারানো ফর্ম ফেরাতে মরিয়া তিনি।