East Bengal: ২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে মাদিহ তালাল

ফরাসি প্লেমেকার মাদিহ তালালকে (Madih Talal) দুই বছরের চুক্তিতে সই করাল মাধ্যমে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। ২০২৫-২৬ মরসুমের শেষ পর্যন্ত লাল হলুদ শিবিরে থাকবেন আক্রমণভাগের…

Madih Talal joins east bengal on a two years deal

ফরাসি প্লেমেকার মাদিহ তালালকে (Madih Talal) দুই বছরের চুক্তিতে সই করাল মাধ্যমে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। ২০২৫-২৬ মরসুমের শেষ পর্যন্ত লাল হলুদ শিবিরে থাকবেন আক্রমণভাগের এই ফুটবলার। ২৬ বছর বয়সী মাদিহ তালাল ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৩-২৪ মরসুমে পাঞ্জাব এফসির হয়ে অন্যতম স্ট্যান্ডআউট পারফর্মার ছিলেন। লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের ১০ টি রেকর্ড করেছিলেন তিনি।

Mohun Bagan: বড় ঘোষণা করার পথে মোহনবাগান!

   

ক্লাবের এক বিবৃতিতে তালাল বলেছেন, ‘ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদান অপরিসীম। ঐতিহ্যবাহী এই ক্লাবের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে সম্মানিত বোধ করছি। আমি আমার নতুন সতীর্থ এবং ক্লাব ভক্তদের সঙ্গে কাজ করার জন্য উদগ্রীব।’

মাদিহ তালাল ইস্টবেঙ্গলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবেন বলে আশা করা হচ্ছে। আইএসএল ২০২৩-২৪ গোল্ডেন বুট জয়ী দিমিত্রিওস দিয়ামান্তাকোস, কলিঙ্গ সুপার কাপ ২০২৪-এর শীর্ষ স্কোরার ক্লেইটন সিলভা এবং ডুরান্ড কাপ ২০২৩ গোল্ডেন বুট বিজয়ী ডেভিড লালহ্লানসাঙ্গাকেও ইস্টবেঙ্গল ইতিমধ্যে নিশ্চিত করেছে। এবার চূড়ান্ত হলেন মাদিহ তালাল।

 

কিয়ানের পর মোহনবাগানের আরও এক ফুটবলারকে দলে নিল Chennaiyin FC

ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লেস কুয়াদ্রাত তালালকে দলে নেওয়া প্রসঙ্গে বলেছেন, ‘তালাল গত আইএসএল মরসুমে প্রভাব বিস্তারকারী শীর্ষ বিদেশি ফুটবলারদের মধ্যে একজন। তার প্রতিভা দলের আক্রমণকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলতে সাহায্য করবে।’ ইস্টবেঙ্গল ছাড়াও তালালের কাছে আরও একাধিক ক্লাবের প্রস্তাব ছিল. কিন্তু তিনি লাল হলুদ শিবিরকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছেন কুয়াদ্রাত।