HomeSports Newsলাল-হলুদ নিয়ে আবেগপ্রবণ মাদিহ তালাল, কী বললেন?

লাল-হলুদ নিয়ে আবেগপ্রবণ মাদিহ তালাল, কী বললেন?

- Advertisement -

ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের (East Bengal) হয়ে খুব একটা বেশি সময় খেলার সুযোগ পাননি মাদিহ তালাল (Madih Talal)। গত সিজনের শুরুতে তাঁকে দলে টেনেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে বিরাট বড় চমক ছিল সকলের কাছে। তারপর ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের পর দলের হয়ে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিলেন এই ফরাসি ফুটবলার। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ও দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল এই বিদেশি মিডফিল্ডারকে। যারফলে মাঝমাঠে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল।

madih talal

   

কিন্তু সেবার টুর্নামেন্টের প্রথম লেগের শেষের দিকেই বদলে গিয়েছিল গোটা পরিস্থিতি। সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন মাদিহ তালাল। তারপর আর ফেরা হয়নি লাল-হলুদে। চোটের দরুন মাঠের বাইরে থাকতে হয়েছিল বহু মাস। তারপর দেশে ফিরে গিয়ে ও প্রস্তুত করতে শুরু করেছিলেন তালাল। যারফলে অনেকেই আশা করেছিল যে নয়া ফুটবল সিজনে হয়তো কলকাতা ময়দানের এই প্রধানের হয়েই খেলবেন মাদিহ তালাল। কিন্তু না বিগত কয়েক মাস ধরেই তাঁর থাকা নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক জল্পনা। বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছিল যে এবার হয়তো তাঁকে রিলিজ করতে পারে ম্যানেজমেন্ট।

Madih Talal Dimitrios Diamantakos

সেটাই হল এবার। অবশেষে গত রবিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে মাদিহ তালালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেয় ইস্টবেঙ্গল। পরবর্তীতে নিজের সোশ্যাল সাইটে এই প্রাক্তন দল প্রসঙ্গে তিনি লেখেন, ” আমাদের একসাথে সময়টা হয়তো খুব অল্প সময়ের ছিল, কিন্তু সমর্থকদের সামনে খেলা সত্যিই বিরাট পাওনা। আরও বলেন, কঠিন ইনজুরি থেকে দ্রুত ফিরে আসার জন্য আমি সবকিছু করেছি, কিন্তু এই জার্সি আবার পরা আমার প্রত্যাশার মতো সহজ ছিল না।”

আরও যোগ করেন, “যারা সব সময় আমার পাশে ছিলেন এবং খোঁজখবর নিয়েছেন তাদের প্রতি আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। আমাদের পথ আবার মিলিত না হওয়া পর্যন্ত সবকিছুর জন্য ধন্যবাদ।”

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular