Madih Talal: পাঞ্জাব ছাড়ার কথা জানালেন তালাল, শীঘ্রই ঘোষণা লাল-হলুদের

madih talal

শেষ আইএসএল মরশুমে পাঞ্জাব এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল মাদিহ তালালের (Madih Talal)। এই ফরাসি ফুটবলারকে‌ সামনে রেখেই টুর্নামেন্টে একের পর এক জয় ছিনিয়ে নিয়েছিল এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই এই ফুটবলারের দিকে নজর পড়েছিল টুর্নামেন্টের অন্যান্য ক্লাবগুলির। তবে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে ছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল। গত সিজনের মাঝামাঝি সময় এই বিদেশী ফুটবলারকে চূড়ান্ত করে ফেলে কার্লোস কুয়াদ্রাতের ক্লাব। যা নিয়ে স্বাভাবিকভাবেই খুশির আমেজ দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে।

তার উপস্থিতিতে আগের থেকে অনেকটাই যে শক্তিশালী হবে ইস্টবেঙ্গল তা কিন্তু বলাই চলে। গত বছর কলিঙ্গ সুপার কাপ ছাড়া আর কোনও কিছুই ঘরে তুলতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল ডুরান্ড কাপ। এমনকি ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফে ওঠার সুযোগ থাকলেও পাঞ্জাবের কাছে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের।

   

এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। নতুন মরশুমে ক্লাবকে দুরন্ত ছন্দে ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য ম্যানেজমেন্টের। সেই মর্মেই তারা আজ সকালে নতুন ফুটবলার হিসেবে ঘোষণা করেছে দিমিত্রিওস ডায়মান্টাকোসের নাম। আগামী দুইটি মরশুমের জন্য ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখা যাবে এই ফুটবলারকে। তাকে সঙ্গ দিতেই চূড়ান্ত করা‌ হয়েছে মাদিহ তালালকে।

এখন তার নাম ঘোষণার অপেক্ষায় সকলে। কিন্তু তার আগেই নিজের সোশ্যাল সাইট থেকে পাঞ্জাব ছাড়ার কথা জানান এই ফরাসি তারকা। তিনি বলেন, আমি নানা চিন্তা ভাবনা নিয়ে ভারতে এসেছিলাম। কিন্তু আমার চারপাশে অনবদ্য সতীর্থদের পাশাপাশি স্টাফদের সহযোগিতায় এক দারুণ মরশুম কাটিয়েছি পাঞ্জাব এফসিতে। কিন্তু এবার বিদায় জানিয়ে নতুন লক্ষ্যে এগোনোর সময় হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন