খেলার মাঠে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। ক্রিকেট বিশ্বকাপে সাফল্য মেলেনি। এরপর আজ ফুটবলে খেল সাত গোল। ক্যাঙ্গারু বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতেই পারল না টাইগার ব্রিগেড।
আজ মেলবোর্নের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল বাংলাদেশ। এশিয়ান কোয়ালিফারারের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। কিক অফ হওয়ার আগে পর্যন্ত লড়াকু ফুটবল ম্যাচ দেখার ব্যাপারে আশা করেছিলেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা। রানা, হৃদয়রা সাধ্য মতো চেষ্টা করেছেন, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এঁটে ওঠার মতো রসদ এই ম্যাচে বাংলাদেশের ছিল। প্রতিপক্ষের তুলনায় সব বিভাগে বাংলাদেশ পিছিয়ে ছিল।
চেহারায় হোক কিংবা স্কিল, ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পর বোঝা গেল বাংলাদেশের থেকে অস্ট্রেলিয়ার ফুটবল কতটা এগিয়ে রয়েছে। আগেও দুই দেশ মুখোমুখি হয়েছিল। গত দুইবারের সাক্ষাতে ৫-০, ও ৪-০ গোলে জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ৭-০। অস্ট্রেলিয়ার হয়ে এদিনের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ম্যাকলারেন।
ম্যাচ পরবর্তী পরিসংখ্যান অনুযায়ী অস্ট্রেলিয়ার গোলমুখ লক্ষ্য করে মাত্র একটি শট নিতে পেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া নিয়েছিল ২৯ টা শট। ৭০ শতাংশ বল পজিশন ছিল সকারুজদের কাছে। পাসিং এর ব্যাপারেও বাংলাদেশের থেকে এগিয়ে অস্ট্রেলিয়া। আগামী ম্যাচে নামার আগে অনেক কিছু শিখতে পারলেন বাংলাদেশের ফুটবলাররা।
🚨 FT | 🇦🇺 Australia 7️⃣-0️⃣ Bangladesh 🇧🇩
The Socceroos with seven unanswered goals to begin their #AsianQualifiers campaign in Melbourne! pic.twitter.com/VAHH0dlUlb
— #AsianCup2023 (@afcasiancup) November 16, 2023