Machhindra FC: দাপুটে বিদেশি যোগ দেওয়ার বাড়তি অক্সিজেন মাচিন্দ্রার

Machhindra FC Bolsters Squad with Arrival of Foreign Footballer Messouke Oloumou

গত ১২ আগস্ট কলকাতা ডার্বিতে পরাজিত হওয়ার দরুণ কিছুটা হলেও বেকায়দায় মোহনবাগান সুপারজায়ান্টস। দিমি ও বুমোসের পাশাপাশি অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লিগ খেলা আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু দলে থাকলেও আদতে কাজের কাজ কিছুই করে উঠতে পারেনি মোহনবাগান সুপারজায়ান্টস।

দলের সমস্ত শক্তি প্রয়োগ করেও লাল-হলুদ ব্রিগেডের কাছে মাথানত করতে হয়েছে বাগান শিবিরকে। বর্তমানে সেই ব্যর্থতা দূরে ঠেলে এবারের এএফসি কাপের ম্যাচে ভালো ফল করাই অন্যতম লক্ষ্য হুয়ান ফেরেন্দোর ছেলেদের। সেই মতো দলের পুরোনো ফুটবলারদের পাশাপাশি নয়া তারকা তথা আর্মান্দো সাদিকু ও জেসন কামিন্সকে নিয়ে বিশেষ অনুশীলন শুরু করে দেন ফেরেন্দো।

   

অন্যদিকে এএফসি কাপের ম্যাচ খেলার জন্য গত রবিবার শহরে এসে পৌঁছেছে নেপালের মাচিন্দ্রা ফুটবল (Machhindra FC) দল। গত ৮ই আগস্ট নেপালের আরেকটি দল পারো এফসিকে হারিয়ে এই রাউন্ডে এসেছে মাচিন্দ্রা। দুই দলের মধ্যে প্রবল লড়াই হলেও শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় লাভ করেছে এই দল। তিন বিদেশি সমৃদ্ধ সেই দল নিয়েই এবার শহরে উড়ে এসেছে মাচিন্দ্রা।

আসন্ন এএফসি কাপের এই প্রিলিমিনারি ম্যাচে সবুজ-মেরুনের বিপক্ষে এবার কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত এই ফুটবল দলটি। তার মধ্যেই এবার বাড়তি অক্সিজেন পেয়ে গেল কিশোর কুমারের এই ফুটবল দল। দলের সাথে এবার যুক্ত হয়েছেন আরেক বিদেশি মেসৌকে ওলৌমো।

প্রথমদিকে ভিসা সমস্যা দেখা দিলেও বর্তমানে সেই সমস্যা কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। সব ঠিকঠাক থাকলে এএফসি কাপের ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন এই তারকা ফুটবলার। মূলত দলের আক্রমণভাগের দায়িত্ব পালন করে থাকেন ক্যামেরুনের এই ফুটবলার। এছাড়াও দলে রয়েছেন আফিস ওলাওলে। গত মরশুমে এই দুই বিদেশির যুগলবন্দী যথেষ্ট কার্যকরী হয়ে উঠেছিল নেপালের ফুটবল লিগে। তাই এবারের এএফসি কাপের ম্যাচে ও তাদের সামনে রেখেই লড়াই করতে পারেন কিশোর কুমারের মাচিন্দ্রা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন