বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, সেমিফাইনালের টিকিট পেল কলকাতা টাইগার্স

Lux Shyam Kolkata Tigers seal semifinal spot in mens Bengal Pro T20 League

 

বেঙ্গল প্রো টি২০ লিগ (Bengal Pro T20 League) দ্বিতীয় সংস্করণে পুরুষদের বিভাগে নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। (Lux Shyam Kolkata Tigers)।

   

বেঙ্গল প্রো টি২০ লিগ (Bengal Pro T20 League) দ্বিতীয় সংস্করণে পুরুষদের বিভাগে নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। (Lux Shyam Kolkata Tigers)। বৃহস্পতিবার সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের (Servotech Siliguri Strikers) বিরুদ্ধে পুনঃনির্ধারিত ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় দুই দলকেই পয়েন্ট ভাগ করে নিতে হয়। এই ফলাফলের পরেই ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল অভিষেক পোরেলরা (Abhishek Porel)।

প্রথমে ব্যাট করতে নেমে ৯ ওভারের ম্যাচে মাত্র ৮ ওভারেই ৭৬/৫ রান করে ফেলেছিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। দলের ব্যাটিংয়ে শুরুটা হয়েছিল ঝড়ো গতিতে, কিন্তু ইনিংসের মাঝপথে উইকেট হারাতে থাকায় কিছুটা ধাক্কা খায় তারা। যদিও স্কোরবোর্ডে প্রতিদ্বন্দ্বিতামূলক রান তোলা হয়ে গিয়েছিল, তখনই প্রকৃতির খেয়াল খেলোয়াড়দের সব পরিকল্পনা এলোমেলো করে দেয়।

প্রবল বৃষ্টির কারণে খেলা আর এগোনো সম্ভব হয়নি। বৃষ্টি থেমে যাওয়ার পর, মাঠকর্মীদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হয়নি। শেষমেশ আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

এই পরিত্যক্ত ম্যাচের ফলেই কলকাতা টাইগার্স ৯ পয়েন্টে পৌঁছে যায়, যা তাদের সেমিফাইনালে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। অপরদিকে শিলিগুড়ি স্ট্রাইকার্স সাতটি ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়েই বিদায় নেয় লিগ পর্যায় থেকে।

কোলকাতা টাইগার্সের অধিনায়ক অভিষেক পোরেল খেলার পরে জানান, “আমরা চাইছিলাম মাঠে খেলেই সেমিফাইনালে পৌঁছাতে। কিন্তু ক্রিকেট এমনই খেলা যেখানে আবহাওয়া বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আমরা লিগ পর্বে যেভাবে খেলেছি, সেটা আমাদের সেমিফাইনালে উঠতে সাহায্য করেছে।”

ভারতীয় ফুটবলের অবনতিতে দুর্নীতির দাবি কাইতানো হোসে ফার্নান্ডেজের

দলের ওপেনারদের ধারাবাহিক পারফরম্যান্স, মিডল অর্ডারে রানের অবদান এবং বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেংথ সারা লিগ জুড়েই নজর কেড়েছে। যদিও শেষ ম্যাচটি শেষ পর্যন্ত পুরো না হলেও, তাদের লিগ পর্বের পারফরম্যান্সই প্রমাণ করে দিয়েছে—এই দলটা ট্রফির অন্যতম দাবিদার।

এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেমিফাইনাল। প্রতিপক্ষ এখনও নিশ্চিত না হলেও, সবার নজর থাকবে কীভাবে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স এই ফর্ম বজায় রেখে ফাইনালের পথে এগোয়।

বৃষ্টির কারণে পরিত্যক্ত ম্যাচ যে দলের ভাগ্য বদলে দিতে পারে, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল এই ম্যাচ। এখন শুধু সময়ের অপেক্ষা, সেমিফাইনালে কলকাতা কতটা দুর্দান্ত খেলতে পারে, তা দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleSammy’s Sunrise Boulevard Launched Near Nandi Hills in a Star-Studded Event
Next articleওয়ালমার্টে বছরে ৮৩ হাজার কোটির রফতানির ঘোষণায় লক্ষ্মীলাভ বাংলার
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।