অবশেষে এসে গেল সেই দিন। কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষবারের মতো ভারতীয় দলের জার্সিতে মাঠে নামবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। দেশের ফুটবলপ্রেমী মানুষদের কাছে যিনি ক্যাপ্টেন-লিডার-লেজেন্ড। গত ১৯ বছরের ফুটবল ক্যারিয়ারে একের পর এক চোখ ধাঁধানো মুহূর্ত উপহার দিয়েছেন এই তারকা।
এই ফুটবলারের করা গোলে অগণিত ট্রফি এসেছে ভারতীয় দলের ঝুলিতে। পাশাপাশি ক্লাব ফুটবলের ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় সুনীল ছেত্রী। বাংলার দুই প্রধান তথা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পাশাপাশি বেঙ্গালুরু এফসি জার্সিতেও নিজের জাত চিনিয়েছেন সকলকে।
এখনো পর্যন্ত সেই ফুটবল ক্লাবের অন্যতম ভরসা এই ছেত্রী। তবে দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকটা সময়। ভারতীয় দলের জার্সিতে এবার শেষ ম্যাচ খেলবেন তিনি। যা নিয়ে মন খারাপের আবহ দেশের সকল ফুটবলপ্রেমীদের মধ্যে। এসবের মাঝেই সুনীল ছেত্রীর উদ্দেশ্যে বিশেষ ভিডিও বার্তা দিলেন ক্রোয়েশিয়া দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার লুকা মদ্রিচ। যেখানে জাতীয় দলের পোষাক পড়ে থাকতে দেখা যায় এই তারকাকে।
Thank you Luka 💙
We will do everything in our power to make our country and our captain proud 🇮🇳 @lukamodric10 @chetrisunil11 @IndianFootball pic.twitter.com/eHPyPfnToi
— Igor Štimac (@stimac_igor) June 5, 2024
তিনি বলেন, হাই সুনীল। জাতীয় দলের হয়ে তোমার অন্তিম ম্যাচের জন্য শুভ কামনা রইল। তোমার ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তুমি সত্যি একজন লেজেন্ড। আশাকরি তোমার সতীর্থরা তোমার এই ম্যাচকে স্মরনীয় করে তুলবে।
উল্লেখ্য , ভারতীয় অধিনায়কের অবসরের কথা সামনে আসার পর থেকেই তুঙ্গে উঠেছে ভারত- কুয়েত ম্যাচের টিকিটের চাহিদা। তাই অনলাইন মাধ্যমে টিকিট ছাড়ার পর নিবাসী বিক্রি হয়ে গিয়েছে সবকটি। এমনকি এখনো টিকিটের হাহাকার রয়ে গিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।