গত ফুটবল মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না পাঞ্জাব এফসির (Punjab FC)। অনবদ্য লড়াই করে ও চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকা সম্ভব হয়নি এই ফুটবল দলের। তবে সেইসব এখন অতীত। চলতি আইএসএল মরসুমের শুরু থেকেই অনবদ্য ছন্দে ধরা দিয়েছে এই ফুটবল ক্লাব। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করে শক্তিশালী কেরালা ব্লাস্টার্স দলকে। তারপর ও সেই ধারা বজায় রেখেই শক্তিশালী ওডিশা ও হায়দরাবাদ এফসিকে আটকে দেয় প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। এক্ষেত্রে প্রথম থেকেই অনবদ্য পারফরম্যান্স থেকেছে স্লোভিয়ান তারকা লুকা মাজসেনের (Luka Majcen)।
মাঝে চোটের কবলে পড়তে হলেও পরবর্তীতে সেই সমস্যা কাটিয়ে ফিরে আসেন খেলার মাঠে। তারপরে ও একটু ও কমেনি তাঁর সক্রিয়তা। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা উজাড় করে দিয়ে আসছেন এই তারকা ফুটবলার। কিন্তু বর্তমানে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের এই ফুটবল ক্লাব। শেষ দুইটি ম্যাচে তাঁদের পরাজিত হতে হয়েছে জামশেদপুর এফসি এবং ইমামি ইস্টবেঙ্গলের কাছে। সেই ধাক্কা ভুলে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই পাঞ্জাব এফসির। তবে এসবের মাঝেই নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে মুখ খুললেন লুকা মাজসেন।
দেশের এই প্রথম ডিভিশন লিগের ব্যাপক প্রশংসা করে আইএসএলে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সব সময় আইএসএল খেলতে চেয়েছিলাম। অন্যান্য লিগ গুলোর কথা আমি ঠিকমতো জানতাম ও না। তাই স্থির করেছিলাম যে ভারতে যাই। আইএসএলে হয়তো নজরে পড়ে যাব।” তবে গত বছর ভারতে আসলেও খেলতে হয়েছিল আইলিগে। সেবার চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছিলেন এই তারকা ফুটবলার। সেবার অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছিল গোয়ার এই ফুটবল ক্লাবের। তারপর এবার যুক্ত হয়েছেন পাঞ্জাব এফসির সঙ্গে।
সেই প্রসঙ্গে তিনি বলেন, ” আমি বলেছিলাম, ‘যদি আমি আইএসএলে খেলতে চাই, তা হলে আমাকে অবশ্যই এই ক্লাবে খেলতে হবে।’ এবং ঠিক সেটাই হয়েছে। আমি এই ক্লাবে যোগ দিই এবং আজ এই জায়গায় রয়েছি।” পাশাপাশি ভারতে এসে যে তিনি নতুন করে ফুটবল খেলার আগ্ৰহ পেয়েছেন সেই কথা স্বীকার করেন এই তারকা। এই প্রসঙ্গে মাজসেন বলেন, ” আমি ফুটবল ছেড়ে দেবই ভেবেছিলাম। তাই সত্যি বলতে, ভারতই আমার ফুটবল জীবন বাঁচিয়েছে। আমি আবার ফুটবল উপভোগ করতে শুরু করি। প্রতি ম্যাচে গোল করছিলাম, প্রতি ম্যাচে জিতছিলাম এবং প্রতি এক ম্যাচ অন্তর আমি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতছিলাম”।