IPL: আইপিএলের আগে বড় পদক্ষেপ নিল লোকেশ রাহুলের দল

ipl lucknow super giants

আইপিএল (IPL) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)  প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে দলে যুক্ত করেছে।

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম ভোজেস আইপিএল ২০২৪-এ পরামর্শদাতা হিসাবে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে যুক্ত হয়েছেন। এটাকে ফ্র্যাঞ্চাইজির বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ভোজেসের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা প্রচুর এবং আইপিএলও খেলেছেন। যে কারণে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১০ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি।

   

ফ্র্যাঞ্চাইজিটি তাদের টুইটার হ্যান্ডেলে অজি তারকার ছবি ও তথ্য শেয়ার করেছে। সেই সঙ্গে দলের এই সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে সামাজিক মাধ্যমে। এলএসজি লিখেছে, ‘ইউপিতে স্বাগতম।’ এখন দেখার বিষয় অস্ট্রেলিয়ান কিংবদন্তির অন্তর্ভুক্তি দলের পারফরম্যান্সে কতটা ইতিবাচক প্রভাব ফেলে।

৩৫ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল অ্যাডাম ভোজেসের। দলের হয়ে মোট ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। ৬১.৮৮ গড়ে ১৪৮৫ রান করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ৫টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। ৫টির মধ্যে ২টি সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তরিত করেছিলেন অ্যাডাম ভোজেস। এছাড়া ৩১টি ওয়ানডে খেলে ৪৫.৭৯ গড়ে ৮৭০ রান করেছেন। ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি করেছেন। আইপিএলের রাজস্থানের হয়ে মোট ৯টি ম্যাচ খেলেছেন। এই সময়কালে ৪৫.২৫ গড়ে ১৮১ রান করেছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন