ভারতের ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। ২০১৭ সালে তাঁর অভিষেক হয় আন্তর্জাতিক স্তরে। ২৮ বছর বয়সী এই খেলোয়ার আপাতত ৪২টি ওয়ানডে, ৪৯টি টি-টোয়েন্টি এবং ১০টি টেস্ট খেলেছেন। এখনও পর্যন্ত ভারতের হয়ে তাঁর রয়েছে ইন্ডিয়ার হয়ে ৩,৩৪০ রান।
বর্তমানে চোটের কারণে মার্চ থেকে মাঠের বাইরে রয়েছেন আইয়ার। ব্যাট হাতে তাঁর প্রতিভার পাশাপাশি, আইয়ার আরও একটি প্রতিভাও আছে যা এখন পর্যন্ত অনাবিষ্কৃত ছিল- তিনি গান গাইতে পারেন । আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস আইয়ারের গানের প্রতিভা প্রদর্শন করেছে বটে, কিন্তু ক্ষমাও চেয়েছে এক কিংবদন্তির কাছে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার একটি খুব ভাইরাল ট্রেন্ড হল কৈলাশ খেরের “সাইয়ান” গানটি গাওয়া। শ্রেয়স আইয়ারও সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। এলএসজি তাদের টুইটারে শ্রেয়স আইয়ারের এই গান গাওয়ার ভিডিও পোস্ট করে। সাথে ক্ষমাও চেয়ে নেয় কৈলাশ খেরের কাছে। ভিডিওটিতে দেখা যায় আইয়ার সাথে রয়েছেন ডিসি ব্যাটার আমান খান এবং মুম্বাই ইন্ডিয়ান্স এবং এলএসজি খেলোয়াড় হার্দিক তামোর এবং সূর্যশ সেডগে।
We're sorry, Kailash Kher 😅 pic.twitter.com/U88ueEaRkd
— Lucknow Super Giants (@LucknowIPL) June 26, 2023
বর্তমানে এনসিএতে সুস্থ হচ্ছেন শ্রেয়স আইয়ার