ISL: বাগান তারকার গোলে মজে লিভারপুলের কিংবদন্তি ফুটবলার

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (ISL) হয়েছে চোখ ধাঁধানো কিছু গোল। আন্তর্জাতিক ফুটবল মহলেও যা আলোচনার বিষয়। লিভারপুলের কিংবদন্তি মাইকেল আওয়েন বেছে নিয়েছেন এবারের লিগে তাঁর…

ISL: বাগান তারকার গোলে মজে লিভারপুলের কিংবদন্তি ফুটবলার

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (ISL) হয়েছে চোখ ধাঁধানো কিছু গোল। আন্তর্জাতিক ফুটবল মহলেও যা আলোচনার বিষয়। লিভারপুলের কিংবদন্তি মাইকেল আওয়েন বেছে নিয়েছেন এবারের লিগে তাঁর দেখা সেরা কিছু গোল।

মাইকেল আওয়ানের বেছে নেওয়া সেরা গোলের তালিকায় রয়েছে লিস্টন কোলাসোর একটি গোল। এটিকে মোহন বাগানের এই ফুটবলার ১৮ ম্যাচ খেলে করেছেন আটটি গোল। যার মধ্যে ফুটবল ক্লাব গোয়ার বিরুদ্ধে করা গোলটি মনে ধরেছে ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলারের। লিস্টনের গোলার মতো শট কাঁপিয়ে দিয়েছিল প্রতিপক্ষের তেকাঠি। 

লিস্টনের গোল ছাড়াও মাইকেলের পছন্দের তালিকায় রয়েছে গোয়ার বিরুদ্ধে করা লুনার স্ট্রাইক। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গ্রেগ স্টুয়ার্টের ফ্রি কিক। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আলভারোর দূরপাল্লার শটে করা গোল। ওড়িশার বিরুদ্ধে মিরলানের লঙ রেঞ্জার। 

Advertisements

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত হয়েছে ৩৪৪ টি গোল। ম্যাচ প্রতি গোলের সংখ্যা ৩.১৩। পরিসংখ্যান অনুযায়ী প্রতি ২৮.৭৯ মিনিট অন্তর হয়েছে গোল।