ফাইনালে টস জিতে বিরাট সিদ্ধান্ত সূর্যের, ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

৪১ বছরের এশিয়া কাপ (Asia Cup Final) ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। আর সেই মহারণের টস জিতে…

Live Update of India vs Pakistan in Asia Cup Final where Suryakumar Yadav win toss & decide to bowl first

৪১ বছরের এশিয়া কাপ (Asia Cup Final) ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। আর সেই মহারণের টস জিতে বড় সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাকিস্তানের বিরুদ্ধে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি (India Cricket News)।

Advertisements

আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় টস পর্ব। ৮টা থেকে শুরু ফাইনালের খেলা। গোটা বিশ্বের চোখ এখন এই ‘হাই ভোল্টেজ’ ম্যাচে। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হওয়ার জন্য (Bengali Sports News)।

   

ভারত এশিয়া কাপে ইতিমধ্যেই আটবার ট্রফি জিতেছে। এবার তাদের সামনে রয়েছে ‘হ্যাটট্রিক’ জয়ের হাতছানি। কারণ গ্রুপ পর্বে ও সুপার ফোরে পাকিস্তানকে পরপর দুই ম্যাচে হারিয়েছে সূর্যর দল। তাই ফাইনাল জয় মানেই নবম ট্রফি ঘরে তোলা। তবে, একদিনের ম্যাচে পাকিস্তানের মতো দলকে হালকা ভাবে নেওয়া একেবারেই অনুচিত।

ভারতের একাদশে এসেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। চোটের কারণে ফাইনালের দলে নেই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সুপার ফোরের শেষ ম্যাচে মাত্র এক ওভার বল করে চোট পান তিনি। ম্যাচের আগেও ওয়ার্ম আপে দেখা যায়নি তাঁকে। তবে কিছুটা স্বস্তির খবর, ফাইনালের আগে হালকা চোট কাটিয়ে উঠেছেন তরুণ ওপেনার অভিষেক শর্মা।

আজকের ফাইনাল ম্যাচেই প্রথমবার এশিয়া কাপে সুযোগ পেলেন রিঙ্কু সিং। পাশাপাশি দলে ফিরেছেন শিবম দুবেও। দলের মিডল অর্ডারে ভারসাম্য আনতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতের আজকের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ

ফাইনালের মঞ্চে নজর থাকবে অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদবের ওপর। দুই ওপেনার শুভমন ও অভিষেকের ফর্ম ভারতকে শক্ত ভিত গড়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। বোলিং বিভাগে কুলদীপ, বুমরাহ ও বরুনের উপর থাকবে দলের আস্থা।

এশিয়া কাপের শুরু থেকেই ফেভারিট ভারত দল ফাইনালে এসেছে অপরাজিত থেকেই। গ্রুপ পর্বে তিনটি ম্যাচে জয় ও সুপার ফোরে নিখুঁত পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসে বলীয়ান টিম ইন্ডিয়া। তবে, পাকিস্তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই ম্যাচে ছোটখাটো ভুলও হতে পারে মারাত্মক।

বিশ্বজুড়ে চোখ এখন এই ‘মেগা ফাইনালে’। ইতিহাস গড়ার পথে ভারত, আর সামনে প্রতিশোধ স্পৃহায় জ্বলছে পাকিস্তান। কে হাসবে শেষ হাসি? উত্তরের অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।

Live Update of India vs Pakistan in Asia Cup Final where Suryakumar Yadav win toss & decide to bowl first