চলতি মরসুমে দুরান্ত সূচনা করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ডুরান্ড কাপে (Durand Cup) প্রথম ম্যাচেই বসেছিল মিনি ডার্বির আসর। প্রতিপক্ষ ঐতিহ্যবাহী মহমেডান স্পোর্টিং। প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই হলেও দ্বিতীয়ার্ধে ১০ জনে নেমেও দুরন্ত লড়াই করে বাগান। শেষপর্যন্ত ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় মেরিনার্সরা। আর এই জয়ের মূল কারিগর উইঙ্গার লিস্টন কোলাসো (Liston Colaco)।
প্রথমার্ধে দুর্দান্ত ফ্রি-কিক থেকে চোখ ধাঁধানো গোল করেন লিস্টন। এরপর দ্বিতীয়ার্ধে সুহেল আহমেদ ভাটকে দিয়ে অসাধারণ অ্যাসিস্ট করেন তিনি। খেলার একেবারে অন্তিম মুহূর্তে, ৯৫ মিনিটে, মহমেডানের দীনেশের বাজে ট্যাকলের শিকার হন লিস্টন। পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে কফিনে শেষ পেরেক পুঁতে দেন গোয়ান তরুণ।
গত সিজনে পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না। মাঝেমাঝে নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। একসময় ক্লাব ম্যানেজমেন্টের একাংশ হতাশাও প্রকাশ করেছিল। তবে মরসুমের শেষে ফর্মে ফেরেন লিস্টন। কাটে গোলের খরা। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামেন ডুরান্ডে। বছরের শুরুতেই জানান দেন, তিনিই বাগানের অন্যতম ভরসা।
ম্যাচ শেষে লিস্টন জানান, “অফ সিজনে আমি কঠোর পরিশ্রম করেছি। আগের মরসুমে নিজের ভুল বুঝে তা শুধরে ফেলার চেষ্টা করেছি। জানতাম এবার আরও ফিট থাকতে হবে, আরও ধারালো হতে হবে। প্রথম ম্যাচেই গোল পেয়ে আমি অত্যন্ত খুশি। এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আশা করছি গোটা মরশুমে এই ছন্দ ধরে রাখতে পারব।”
লিস্টন বলেন, “ফ্রি-কিক সবসময়ই আমার প্রিয় অস্ত্র। আগের মরসুমে সেটা হারিয়ে ফেলেছিলাম। এবার তা ফিরিয়ে আনতে চেয়েছিলাম। অনুশীলনে প্রতিদিন পরিশ্রম করেছি। মরশুম শুরুর আগেই নিজেকে প্রস্তুত করেছিলাম।”
প্রথমার্ধে আপুইয়া লালকার্ড দেখায়, দ্বিতীয়ার্ধে দশজনের দল নিয়েই খেলতে হয় মোহনবাগানকে। ম্যাচের এই কঠিন সময়টায় দলের মনোবল ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কোচ বাস্তব রায়। ড্রেসিংরুমে তিনি খেলোয়াড়দের বলেন, “মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।” লিস্টনের কথায়, “কোচ আমাদের বল ধরে খেলতে বলেন। আমরা জানতাম আমাদের মধ্যে কোয়ালিটি আছে। তাই মন দিয়ে খেলেছি, আর তার ফলও মিলেছে।”
এবারের সিজনে ১৭ নম্বর নয়, ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন লিস্টন। দু’বছর পর বদলে ফেলেন নিজের জার্সি নম্বর। কীভাবে এই পরিবর্তন? উত্তরে বলেন, “গত বছর ৭ নম্বর জার্সি পাওয়া যায়নি। এবার ক্লাব বলল আছে। আমি রাজি হয়ে যাই। মনে হচ্ছে এই বদলটাই আমার জন্য লাকি হয়ে গেল।”
সম্প্রতি বিয়ে করেছেন লিস্টন। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, আমার স্ত্রী সত্যিই আমার লেডি লাক। আজকের দুটো গোলই আমি পরিবারকে উৎসর্গ করছি। বিশেষ করে আমার স্ত্রী এবং বাবা-মাকে। তারপর তো সমর্থকরা আছেনই।”
প্রথম ম্যাচেই এমন দুরন্ত পারফরম্যান্স দেখে সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বেড়ে গেল। তবে অতিরিক্ত উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ লিস্টন। বললেন, “মিনি ডার্বিতে জয় পাওয়া দারুণ ব্যাপার ঠিকই, কিন্তু সবে তো শুরু। আমাদের প্রতিটা ম্যাচ গুরুত্ব দিয়ে খেলতে হবে। গোটা সিজনে ছন্দ ধরে রাখাটাই আসল লক্ষ্য।”
Liston Colaco scores twice as Mohun Bagan SG beat Mohammedan SC to begin Durand Cup 2025