বহুদিন পর জয়ের সরণিতে ফিরেছে ভারতীয় ফুটবল দল। গত বুধবার শিলংয়ের বুকে মালদ্বীপকে পরাজিত করেছে ব্লু-টাইগার্স। অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chhetri) পাশাপাশি গোল পেয়েছেন উইঙ্গার লিস্টন কোলাসো (Liston Colaco)। বলা বাহুল্য, ভারতীয় ফুটবল দলের জার্সিতে এই প্রথম গোল পেয়েছেন গোয়ার এই ফুটবলার। সেই নিয়ে যথেষ্ট খুশি তিনি। প্রথম দিকে খুব একটা সক্রিয়তা দেখাতে না পারলেও সময়ের সাথে সাথেই নিজের পুরনো ছন্দে ফিরে আসেন এই তারকা ফুটবলার। ম্যাচের ঠিক ৬৬ মিনিটের মাথায় আরেক তারকা উইঙ্গার নাওরেম মহেশ সিংয়ের কর্নারের ভাসানো বল হেড করে গোলে ঠেলে দেন লিস্টন।
সেই নিয়ে যথেষ্ট খুশি দেশের ফুটবলপ্রেমীরা। গত কয়েক বছরে মোহনবাগান সুপারজায়ান্টের হয়ে একাধিক গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই দাপুটে ফুটবলারের। এমনকি বহু ক্ষেত্রেই সবুজ-মেরুনকে খাদের কিনারা থেকে টেনে এনেছিলেন তিনি। কিন্তু জাতীয় দলে তাঁর পারফরম্যান্স নিয়ে বিতর্ক থেকে গিয়েছিল বিভিন্ন সময়। অবশেষে সবকিছুতে যেন ইতি টানলেন এই তারকা ফুটবলার। নিজে গোল করার পাশাপাশি ম্যাচের পঞ্চম কোয়ার্টারের শেষের দিকে সুনীল ছেত্রীকে গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লিস্টন।
Also Read | জিতেও চিন্তায় রাখছে চোট সমস্যা, অনিশ্চিত আরেক তারকা
পরবর্তীতে নিজের সোশ্যাল সাইটে জাতীয় দলের জার্সিতে গোল করার পাশাপাশি ম্যাচের বেশ কিছু ছবি আপলোড করে তিনি লেখেন, ” দেশের হয়ে প্রথম গোল করতে পেরে আমি যথেষ্ট খুশি।” এছাড়াও ম্যাচের শেষে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মিডিয়ার তরফে প্রথম গোল করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” এটা এক অসাধারণ অনুভূতি। আমি যথেষ্ট সন্তুষ্ট। প্রায় চার বছর হতে চলল আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। আমি দেশের জার্সিতে অনেকবার খেলেছি। কিন্তু গোল করতে পারিনি। তবে আজকে আমি খুব ভালোভাবে ঘুমাতে পারবো। তবে কিছুদিন পরেই আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। যেখানে বাংলাদেশের সঙ্গে আমাদের লড়াই করতে হবে।”
আর ও বলেন, ” আমি সবাইকে বলব আমার উপর বিশ্বাস রাখতে। আমার পাশে থাকতে। আমার মা-বাবার পাশাপাশি আমার পরিবারের সকলেই সব সময় আমাকে সাপোর্ট করেছে। এছাড়াও সমর্থকদের বলবো আমার পাশে থাকতে। আজ ও মাঠে বহু সমর্থক এসেছিলেন। যারা গোটাম্যান জুড়ে আমাদের জন্য গলা ফাটিয়েছেন। আশা রাখি বাংলাদেশ ম্যাচে ও মাঠে এসে সকলে আমাদের উৎসাহ দেবে।”