HomeSports NewsListon Colaco: লিস্টন কোলাসোর মোহনবাগান ছাড়া নিশ্চিত? জেনে নিন সত্যিটা

Liston Colaco: লিস্টন কোলাসোর মোহনবাগান ছাড়া নিশ্চিত? জেনে নিন সত্যিটা

- Advertisement -

অস্ট্রেলিয়ার তারকা বিদেশি ফরোয়ার্ডকে নিশ্চিত করার পর থেকে আলোড়ন পড়ে গিয়েছে ময়দানে। বিশ্বকাপে খেলা এই ফুটবলারের খেলা দেখার জন্য ক্রীড়া প্রেমীরা যেমন মুখিয়ে রয়েছেন, তেমনই মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের দল শেষ পর্যন্ত কেমন হয় সেটাও জানতে আগ্রহী ফুটবল প্রেমীরা। মোহন বাগান সুপার জায়ান্টে কামিংস নিশ্চিত হওয়ার পর খবরের শিরোনামে উঠে এসেছিলেন এক তারকা ভারতীয় ফুটবলার। তিনি লিস্টন কোলাসো (Liston Colaco)।

আগামী মরসুমে দলে নিজের অবস্থান নিয়ে সন্দীহান লিস্টন কোলাসো। অস্ট্রেলিয়ার কামিংস বাগানে আসার পরেই তিনি দল বদল করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে একাধিক জায়গায় দাবি করা হয়েছিল। তাহলে লিস্টন কোলাসো কি ইতিমধ্যে সবুজ মেরুন শিবিরকে বিদায় জানিয়েছেন? শেষ পাওয়া খবর অনুযায়ী লিস্টন কোলাসো এখনও মোহন বাগান সুপার জায়ান্টকে বিদায় জানাননি।

   

তবে বিদায় জানানোর সম্ভাবনা ভালো রকম রয়েছে বলে এখনও মনে করা হচ্ছে। অনেকে ধরে নিয়েছিলেন যে কলকাতা থেকে লিস্টন নিশ্চিতভাবে ওড়িশায় যাচ্ছেন। ময়দানে এমন জল্পনা ছড়িয়েছিল যে লিস্টন কোলাসো এবং ওড়িশা এফসির মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু ব্যাপারটা হয়তো তেমন নয়। জানা গিয়েছে, ভারতের এই তরুণ উইঙ্গারের ওড়িশা যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিকই, তবে সেটা এখনও নিশ্চিত নয়।

হায়দরাবাদের বি এবং সিনিয়র দলের হয়ে অতীতে খেলেছিলেন লিস্টন কোলাসো। নিজামের শহরের দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেললেও দলে নিজের ভূমিকা নিয়ে খুব একটা খুশি ছিলেন না তিনি। পরে যোগ দেন সবুজ মেরুন ক্লাবে। কলকাতার ক্লাবের জার্সি গায়ে নিজেকে অনন্য উচ্চতায় তুলে ধরেছিলেন লিস্টন কোলাসো। পঞ্চাশের কাছাকাছি ম্যাচ খেলেছেন, করেছেন বেশ কিছু গোল। উইং বরাবর দৌড়ের জন্য বিখ্যাত। করেছেন একাধিক দূর পাল্লার শটে গোল। তবে টিম ম্যান হিসেবে তার খেলা একাধিকবার সমালোচনার মুখে পড়েছে, বিশেষত গত মরসুমে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular