ডিসেম্বরে নয়, মেসি আসছেন আগেই! এই দলের বিপক্ষে খেলবেন প্রীতি ম্যাচ?

ভারতীয় ফুটবলপ্রেমীদের (Indian Football Fans) জন্য এক বিশাল সুখবর আসতে চলেছে। লিওনেল মেসি (Lionel Messi) নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল (Argentina Football Team) এবছর নভেম্বরে…

Lionel Messi visit India like to lead Argentina against Australia in International Friendly match at Kochi

ভারতীয় ফুটবলপ্রেমীদের (Indian Football Fans) জন্য এক বিশাল সুখবর আসতে চলেছে। লিওনেল মেসি (Lionel Messi) নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল (Argentina Football Team) এবছর নভেম্বরে ভারতের কেরালা রাজ্যের কোচিতে (Kochi) এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে। বিশেষ করে লিওনেল মেসিকে সরাসরি মাঠে দেখার এই বিরল সুযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে (Football News)।

সূত্র অনুযায়ী, নভেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোর সময় (১০ থেকে ১৮ নভেম্বর) কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার (Australia) নাম সামনে আসছে, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি (Bengali Sports News)।

   

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভেন্যু ম্যানেজার হেক্টর ড্যানিয়েল কাব্রেরা ইতিমধ্যেই কোচি স্টেডিয়াম পরিদর্শন করেছেন এবং কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরাহিমান ও স্পনসর প্রতিষ্ঠান রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির (RBC) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। নিরাপত্তা ও সুযোগ-সুবিধা খতিয়ে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

১৩০ কোটির আলোচনায় বিতর্ক

কেরালা সরকার এই ম্যাচ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং শোনা যাচ্ছে, প্রায় ১৩০ কোটি টাকা ব্যয় করা হয়েছে এই আয়োজন সফল করার জন্য। যদিও সরকারিভাবে এখনো কিছু ঘোষণা করা হয়নি। তবে ফুটবলপ্রেমী কেরালার জন্য এটি হতে পারে এক স্বপ্নপূরণের মুহূর্ত।

মেসির ডাবল ভিজিট: নভেম্বর ও ডিসেম্বর

নভেম্বরে যদি এই প্রীতি ম্যাচ হয়, তবে এটি হবে মেসির ভারতের দ্বিতীয় সফর। কিন্তু এটিই শেষ নয়। ডিসেম্বর মাসে ‘GOAT কাপ’ (GOAT Cup 2025) অংশ হিসেবে আবারও ভারতে আসবেন লিওনেল মেসি।

১২ ডিসেম্বর কলকাতা থেকে শুরু হবে তাঁর এই বিশেষ সফর। সেখানে একটি মিট অ্যান্ড গ্রীট সেশন, তাঁর মূর্তি উন্মোচন এবং সাত-জনের দলীয় ফুটবল ম্যাচ (GOAT Cup) অনুষ্ঠিত হবে, যেখানে মেসির পাশাপাশি দেখা যেতে পারে ভাইচুং ভুটিয়া, সৌরভ গাঙ্গুলির মতো তারকাদের।

এরপর তিনি যাবেন আহমেদাবাদ (১৩ ডিসেম্বর) এবং মুম্বই (১৪ ডিসেম্বর), যেখানে বলিউড তারকা শাহরুখ খান ও টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে আশা করা হচ্ছে।

Advertisements

১৫ ডিসেম্বর সফরের শেষ দিনে মেসি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিরাট কোহলির সঙ্গেও দেখা করার কথা রয়েছে।

ভারতীয় ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত

ভারতের মাটিতে লিওনেল মেসির আগমন শুধু কেরালার জন্য নয়, গোটা দেশের ফুটবলপ্রেমীদের কাছে এক ঐতিহাসিক উপলক্ষ। যদি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচটি চূড়ান্ত হয়, তবে তা হবে ভারতের ক্রীড়া ইতিহাসে এক স্মরণীয় দিন।

Lionel Messi visit India like to lead Argentina against Australia in International Friendly match at Kochi

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News