Lionel Messi : আসন্ন ফুটবল বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানাতে পারেন লিওনেল মেসি। সম্প্রতি ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচের পরে মেসি নিজেই এমনটা ইঙ্গিত দিয়েছেন। যার পর থেকেই তোলপাড় ফুটবল বিশ্ব।
মেসির পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই কথা উঠতে শুরু করেছে। প্যারিস সেন্ট জার্মেইন ক্লাব(PSG)-এ সম্প্রতি তাঁর ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। জল্পনা শুরু হয়েছে তাঁর বার্সেলোনাতে আবার যোগদানের ব্যাপারেও। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি আপাতত পরের ম্যাচটা নিয়েই ভাবছি। ইকুয়েডরের বিরুদ্ধে আমাদের কীভাবে খেলতে হবে, সেটাই আমার মাথার মধ্যে ঘুরছে। তবে বিশ্বকাপের পরে, অনেককিছুই আমাকে নতুন করে চিন্তাভাবনা করতে হব।” আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের ভবিষ্যত নিয়ে মেসিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি সত্যিই এই ব্যাপারে কিছু জানি না। আগামীদিনে কী আসতে চলেছে, সেটা নিয়েই আমি আপাতত ভাবতে চাই। আপাতত ইকুয়েডরের বিরুদ্ধে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ম্যাচ নিয়েই আমি ভাবনাচিন্তা করছি। আগামী জুন এবং সেপ্টেম্বর মাসে প্রস্তুতি ম্যাচ খেলব। এই দলে প্রত্যেকেই অসাধারণ ফুটবল খেলেছেন। প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসে। প্রতিদিন সেই ভালোবাসা যেন আরও বেড়ে যায়। এজন্য আমি কৃতজ্ঞ। আর সেকারণে আমি যতবারই আর্জেন্টিনার হয়ে খেলি, একটা আলাদা ভালো লাগা আমার মধ্যে কাজ করে। সবকিছুই খুব স্বাভাবিকভাবে ঘটে। আর সেকারণে মাঠে নেমে খেলাটাও আরও সহজ হয়ে যায়।”
ফুটবল বিশেষজ্ঞদের মতে, মেসি এই মন্তব্যের মধ্যে দিয়ে যে অবসরকেই ইঙ্গিত করেছেন। তাঁদের মতে, আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে এটাই মেসির শেষ মরশুম হতে চলেছে। তবে মেসি সমর্থকদের কাছে এটা যে একটা বড় ধাক্কা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, আর্জেন্টিনা দলের অপর তারকা ফুটবলার অ্যাঞ্জেল দি মারিয়া কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপের পরে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করবেন।