
আন্তর্জাতিক ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi) কলকাতায় আসছেন। আর তাঁর উপস্থিতিতেই মোহনবাগান অল স্টারসের একটি বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও মেসি নিজে মাঠে থাকবেন না, তবু তাঁর দেখা মিলবে এই আয়োজনের সমস্ত মর্যাদায়।
কলকাতায় মেসির মঞ্চে ‘খান সাহেব’, অপেক্ষা বাড়ল ভক্তদের!
১৯৭৭ সালে পেলের কসমস ক্লাবের সঙ্গে ম্যাচ খেলার সময় মোহনবাগানের নেতৃত্ব দিতেন সুব্রত ভট্টাচার্য। এবার সেই ঐতিহ্যকে ধরে রেখে ২০২৫ সালে লিওনেল মেসির সামনে খেলবেন বাগানের প্রাক্তন মিডফিল্ডার শিল্টন পাল। অধিনায়কের দায়িত্ব পেয়ে শিল্টন জানান, “খুবই ভাল লাগছে। মেসির সামনে যে খেলব, এটাই একটা আলাদা অনুভূতি।”
প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, ‘সবুজ তোতা’ হোসে রামিরেজ ব্যারেটো মোহনবাগান অল স্টারসের নেতৃত্ব দেবেন। কিন্তু শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় শিল্টনকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। শিল্টন আরও জানান, “আলাদা করে কোন প্রস্তুতি নেওয়া হচ্ছে না। তবে দলটা তৈরি করা হয়েছে এবং আমরা ভাল খেলতে চাই। মেসির সামনে খেলাটাই একটা বড় প্রাপ্তি।”
মোহনবাগান অল স্টারসের স্কোয়াডে থাকছেন: সংগ্রাম মুখোপাধ্যায়, শিল্টন পাল, দুলাল বিশ্বাস, কিংশুক দেবনাথ, রহিম নবি, লালকমল ভৌমিক, হাবিবুর রহমান, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, ডেনসন দেবদাস, বসুদেব মণ্ডল, দীপক মণ্ডল, গৌতম ঘোষ এবং অমিত দাস।
ম্যাচের সূচনা শনিবার সকাল ১০:৩০ টায়। শোনা যাচ্ছে, ম্যাচ শুরুর আগে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে ঐতিহাসিক শিল্ড জয়ের জার্সি মেসির হাতে তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠান কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য অবশ্যই এক স্মরণীয় দিন হয়ে থাকবে।










