যুবভারতী কাণ্ডের ছায়ায় মেসির বিস্ফোরক স্বীকারোক্তি, কি বললেন?

lionel-messi-india-visit-crowd-controversy-interview

ফুটবলবিশ্বের অন্যতম বড় তারকা, কোটি ভক্তের হৃদয়ের নায়ক লিওনেল মেসি (Lionel Messi)। মাঠে তাঁর পায়ের জাদু দেখার জন্য মানুষ যে কোনও ভিড়, যে কোনও মূল্য দিতে প্রস্তুত। অথচ সেই মেসিই মানুষ হিসেবে ঠিক তার উল্টো, ভিড়ভাট্টা একেবারেই সহ্য করতে পারেন না। শান্ত, গোছানো, একান্ত নিজের মতো থাকা জীবনই তাঁর পছন্দ।

বিশ্বকাপ বয়কটের হুমকি বিসিবির, আইসিসির কড়া শাস্তির কোপে বাংলাদেশ!

   

সম্প্রতি আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘লুজু টিভি’কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের এই দিকটাই অকপটে তুলে ধরলেন আর্জেন্টাইন কিংবদন্তি। সাক্ষাৎকারে সরাসরি ভারত সফর বা যুবভারতী কাণ্ডের কথা না উঠলেও, তাঁর বক্তব্যের প্রতিটি লাইনের ফাঁকেই যেন ধরা পড়েছে সেই দিনের অভিজ্ঞতার ছায়া।

মেসি নিজেই স্বীকার করেছেন, তিনি একাকিত্ব ভালোবাসেন। ইন্টার মায়ামির অধিনায়ক বলেন, “আমি একটু অদ্ভুত। একা থাকতে ভালোবাসি। বাড়িতে তিন ছেলে সারাক্ষণ হট্টগোল করে। সব লণ্ডভণ্ড হয়ে যায়। তখন আমার সত্যিই অস্বস্তি হয়। আমি শান্তিতে থাকতে চাই।”

ইস্ট-মোহন উচ্চারণে হোঁচট, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে বাংলার পাঠ দিল তৃণমূল

প্রতিদিনের জীবন তাঁর কাছে অত্যন্ত পরিকল্পিত। সকাল থেকে রাত, সব কিছুই চলে নির্দিষ্ট রুটিনে। সেই রুটিনে সামান্য ব্যাঘাত ঘটলেই তিনি মানসিকভাবে প্রভাবিত হয়ে পড়েন। মেসি জানান, “আমি খুব গোছানো থাকতে পছন্দ করি। দিনের মাঝখানে হঠাৎ কিছু হয়ে গেলে সেটা আমাকে বিরক্ত করে।”

এই বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখলে গত ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ঘটে যাওয়া ঘটনাগুলোর ব্যাখ্যা অনেকটাই স্পষ্ট হয়ে যায়। প্রবল ভিড় ও বিশৃঙ্খলার মাঝে মাত্র ২০ মিনিটের মাথায় স্টেডিয়াম ছাড়তে হয়েছিল তাঁকে। তাঁর চলে যাওয়ার পরই ক্ষুব্ধ দর্শকদের বিক্ষোভে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

আইসিসির চাপে সুর বদল বিসিবির? ভারতে আসছে বাংলাদেশ!

সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও স্পষ্ট করে দিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। বয়স ৩৮, কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি। তবে অবসরের পর কোচিং? একেবারেই নয়।

মেসির সাফ জানিয়ে দেন, “আমি নিজেকে কোচ হিসেবে দেখি না। আমার ইচ্ছে ক্লাবের মালিক হওয়ার—যেখানে ছোটরা উঠে আসবে, নতুন ফুটবলার তৈরি হবে।”

এই ভাবনার বাস্তব রূপ ইতিমধ্যেই নিতে শুরু করেছে। সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে তিনি উরুগুয়ের চতুর্থ ডিভিশনের ক্লাব দেপোর্তিভো এলএসএম চালাচ্ছেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম গড়ার লক্ষ্যে মায়ামিতে শুরু করেছেন অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট ‘মেসি কাপ’।

ময়দানকে ফিক্সিং-মুক্ত রাখতে পদত্যাগ IFA সহ-সভাপতির

হট্টগোল ছাড়াও আরও দু’টি বিষয়ে স্পষ্ট অনাগ্রহ প্রকাশ করেছেন মেসি। সমাজমাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। সোশ্যাল মিডিয়া নিয়ে তাঁর মন্তব্য, “মানুষ এমন সব কথা লেখে, যার বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। সব জায়গায় গিয়ে তো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।”

চ্যাটজিপিটির মতো এআই টুল নিয়েও তিনি খুব স্বচ্ছন্দ নন বলে জানিয়েছেন। যদিও বিরোধিতা নেই, কিন্তু ব্যবহারেও অভ্যস্ত নন। এই দায়িত্ব নাকি বেশি সামলান তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সব মিলিয়ে স্পষ্ট হট্টগোল, বিশৃঙ্খলা আর অতিরিক্ত প্রচার থেকে দূরে থেকেই নিজের মতো করে জীবন কাটাতে চান লিওনেল মেসি। আপাতত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নতুন মরশুমের প্রস্তুতিতেই মন দিয়েছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleহিজাব পরে ঢোকা যাবে না সোনার দোকানে! জানাল ব্যাবসায়ী সংগঠন
Next articleআটলান্টিকে রুশ তেল ট্যাঙ্কার আটক ট্রাম্পের
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।