বর্তমান ফুটবল দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং জীবন্ত কিংবদন্তি তারকা লিওনেল মেসি (Lionel Messi), অবশেষে আবার পা রাখছেন ভারতবর্ষে (India Tour)। দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর ফের মেসিকে সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছেন ভারতীয় ভক্তরা (Indian Football Fans)। ১৩ ডিসেম্বর কলকাতার (Kolkata Football News) যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু হবে তার তিন দিনের ভারত সফর। এরপর ১৪ ডিসেম্বর মুম্বই এবং ১৫ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে আরও দুটি ইভেন্ট।
এই সফর উপলক্ষে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিপুল উন্মাদনা। বিজয়া দশমীর দিন (২ অক্টোবর) নিজেই সোশ্যাল মিডিয়ায় মেসি ঘোষণা করেন ভারত সফরের কথা। পোস্টে তিনি লেখেন, “এই সফরের অংশ হতে পারা আমার কাছে একটা গর্বের। ভারত সফর আমার কাছে খুবই স্পেশাল। ১৪ বছর আগে যখন এসেছিলাম, তখনকার অনেক সুখস্মৃতি এখনও মনে আছে। ভারত এক ফুটবলপ্রিয় দেশ।”
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে অনুষ্ঠান। প্রথমেই একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচ, যেখানে মাঠে নামবেন দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা। এর পরে থাকবে একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে একাধিক NGO শিশুদের সঙ্গে দেখা করবেন মেসি। এরপর অনুষ্ঠিত হবে পেনাল্টি শ্যুটআউট, যেখানে মেসি নিজেই বলের সামনে থাকবেন। সবশেষে মিউজিক্যাল কনসার্টের মাধ্যমে শেষ হবে এই ঐতিহাসিক দিন।
ঘটনাস্থলে উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়া এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
পরদিন অর্থাৎ ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বিকেল পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান। এখানেও থাকবে সেলিব্রিটি ম্যাচ ও অন্যান্য একই ধরণের আয়োজন। সেলিব্রিটিদের মধ্যে উপস্থিত থাকতে পারেন শাহরুখ খান, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি সহ বলিউড ও ক্রিকেট দুনিয়ার একাধিক নামজাদা মুখ।
১৫ তারিখ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে সফরের শেষ পর্ব। দুপুর দেড়টা থেকে শুরু হবে অনুষ্ঠান। প্রতিটি শহরেই মেসির উপস্থিতি ঘিরে সাজানো হয়েছে নানা রকম চমক। দিন শেষে মেসি দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এই সফর শুধুমাত্র এক ক্রীড়ানুষ্ঠান নয়, বরং ভারত ও আর্জেন্টিনার মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদানের নতুন অধ্যায়।
ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত জানিয়েছেন, মেসির অনুষ্ঠানের টিকিটের দাম শুরু হচ্ছে ₹৩৮৫০ থেকে। টিকিট পাওয়া যাবে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মে, যার নাম ঘোষণা হবে ৮ অক্টোবর দুপুর ১২টায়। সেদিন থেকেই শুরু হবে তিন শহরের অনুষ্ঠানের টিকিট বিক্রি।
View this post on Instagram
Lionel Messi India Tour 2025 in 3 city Kolkata Mumbai & Delhi schedule events to Tickets sales date Update