১৪ বছর পর আবারও ভারতের (India Tour 2025) মাটিতে পা রাখতে চলেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। ২০১১ সালে যুবভারতীতে ভারতের ফুটবলপ্রেমীদের (Football Fans) সামনে প্রথমবার অধিনায়ক হিসেবে দেশের জার্সি গায়ে খেলেছিলেন তিনি। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কলকাতা ফের দেখতে চলেছে ফুটবল ইতিহাসের এক জাদুকরকে (Kolkata Football News)।
চলতি বছরের ডিসেম্বরেই ভারতের চারটি শহরে ‘GOAT ট্যুর’র অংশ হিসেবে আসছেন মেসি। সফরের সূচনা ১৩ ডিসেম্বর কলকাতা থেকেই, তারপর যাবেন মুম্বই, নয়াদিল্লি এবং সম্ভবত আহমেদাবাদ। সফরের শেষ দিনে, ১৫ ডিসেম্বর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
সফর নিয়ে মেসির ম্যানেজমেন্ট থেকে প্রকাশিত বিবৃতিতে মেসি বলেন, “ভারত খুবই স্পেশাল একটা দেশ। সেখানে ফিরে যাওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। ১৪ বছর আগে যে স্মৃতি নিয়ে ফিরেছিলাম, তা আজও মনে গেঁথে আছে। ভারতীয় সমর্থকদের উন্মাদনা সত্যিই অসাধারণ।” তিনি আরও যোগ করেন, “ভারত ফুটবলপ্রেমী দেশ, নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।”
কলকাতায় কী থাকছে?
কলকাতা সফরের মূল আকর্ষণ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিতব্য ‘GOAT কনসার্ট’ ও ‘GOAT কাপ’। সেখানেই দেখা যাবে মেসিকে এক মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভাইচুং ভুটিয়া এবং লিয়েন্ডার পেজের সঙ্গে। একইসঙ্গে হবে তাঁর বিশাল আকৃতির একট মূর্তি উন্মোচন, যা হবে দেশের সবচেয়ে বড় মেসি স্ট্যাচু।
লেকটাউনের একটি স্থানে এই মূর্তি স্থাপন করা হবে। এছাড়াও, কলকাতার এক জনপ্রিয় শপিং মল বা খোলা মঞ্চে হতে পারে মেসির ‘মিট অ্যান্ড গ্রিট’। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
কলকাতাতেই আয়োজিত হবে একটি বিশেষ ফুড অ্যান্ড টি ফেস্টিভ্যাল, যেখানে থাকছে মেসির প্রিয় আর্জেন্টাইন চায়ের সঙ্গে আসামি চায়ের ফিউশন সংস্করণ।
মুম্বই ও দিল্লিতে জাঁকজমক
১৪ ডিসেম্বর মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে আয়োজিত ‘Padel GOAT Cup’ অংশ নেবেন মেসি। মাঠে উপস্থিত থাকবেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, শাহরুখ খান-সহ একাধিক ক্রীড়া ও বলিউড তারকা। ১৫ ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ দিয়ে শেষ হবে এই ‘GOAT ট্যুর’।
নিরাপত্তা ও টিকিট
পুরো সফরজুড়ে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেসির ব্যক্তিগত নিরাপত্তা দল ছাড়াও, প্রতিটি শহরে স্থানীয় প্রশাসন যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করবে। যুবভারতীর অনুষ্ঠানগুলির টিকিটের দাম শুরু হতে পারে ৩,৫০০ টাকা থেকে। আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, “এই সফরের মাধ্যমে ভারত ও আর্জেন্টিনার সাংস্কৃতিক বিনিময় আরও মজবুত হবে। আমরা এক স্মরণীয় অনুষ্ঠান উপহার দিতে চলেছি।”
Lionel Messi! pic.twitter.com/Lj2NKF0Z5Q
— RVCJ Media (@RVCJ_FB) October 2, 2025
Lionel Messi heart touch message to football fans ahead India Tour 2025