আবেগঘন বার্তায় অবসর ঘোষণা মেসির বিশ্বকাপজয়ী সতীর্থের

ফুটবল বিশ্বে এক যুগের অবসান ঘটল। ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্প্যানিশ (Spanish Footballer) দলে অন্যতম স্তম্ভ, বার্সেলোনার প্রাণভোমরা এবং ইন্টার মিয়ামিতে মেসির (Lionel Messi) নির্ভরযোগ্য সতীর্থ…

Lionel Messi friend Spanish Footballer Sergio Busquets announces retirement from club football

ফুটবল বিশ্বে এক যুগের অবসান ঘটল। ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্প্যানিশ (Spanish Footballer) দলে অন্যতম স্তম্ভ, বার্সেলোনার প্রাণভোমরা এবং ইন্টার মিয়ামিতে মেসির (Lionel Messi) নির্ভরযোগ্য সতীর্থ সার্জিয়ো বুসকেতস (Sergio Busquets) ঘোষণা করলেন তাঁর ক্লাব ফুটবল (Club Football) থেকে অবসর। প্রায় দুই দশকের বর্ণময় কেরিয়ারের শেষে এবার বিদায়ের বাঁশি বাজালেন স্প্যানিশ এই কিংবদন্তি (Football News)। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে (Kolkata Football News) এক আবেগঘন ভিডিয়োর মাধ্যমে তিনি এই ঘোষণা করেন (Bengali Sports News)।

ভিডিয়োর ক্যাপশনে বুসকেতস লেখেন, “সকল অনুরাগীদের এবং ফুটবলকে অনেক অনেক ধন্যবাদ। এই সুন্দর গল্পটার অংশ হিসেবে তোমরা সবসময় রয়ে যাবে। সবকিছুর জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা।” সেইসঙ্গে জানান, চলতি মাসেই শেষ হচ্ছে তাঁর দীর্ঘ ফুটবলযাত্রা।

   

বিশ্বকাপে স্পেনের অকাল বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন বুসকেতস। এবার ইন্টার মিয়ামির হয়ে চলতি মরসুমই তাঁর ক্লাব কেরিয়ারের শেষ অধ্যায়। ইতিমধ্যেই মেজর লিগ সকারে ১০৫ ম্যাচ খেলে ফেলেছেন তিনি, যেখানে করেছেন ১টি গোল ও ১৬টি অ্যাসিস্ট। শেষ ম্যাচেও নিউইয়র্ক সিটি এফসির বিরুদ্ধে লিওনেল মেসির দ্বিতীয় গোলের বল বাড়িয়েছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Sergio Busquets (@5sergiob)

বুসকেতসের কেরিয়ার শুরু হয়েছিল বার্সেলোনার যুবদল “লা মাসিয়া” থেকে। ২০০৮ সালে সিনিয়র দলে সুযোগ পাওয়ার পর থেকেই ক্লাবের অপরিহার্য অংশ হয়ে ওঠেন তিনি। বার্সেলোনার জার্সিতে খেলেছেন মোট ৭২২ ম্যাচ, যা ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বাধিক। মেসির (৭৭৮) ও জাভি হার্নান্ডেজের (৭৬৭) পরেই নাম রয়েছে তাঁর। বার্সার হয়ে করেছেন ১৮টি গোল ও ৪৬টি অ্যাসিস্ট। জিতেছেন ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৮টি লা লিগা, ৭টি কোপা দেল রে সহ সর্বমোট ৩১টি ট্রফি।

জাতীয় দলের হয়ে ২০০৯ সালে অভিষেকের পর বুসকেতস হয়ে উঠেছিলেন স্পেনের মধ্যমাঠের অবিচ্ছেদ্য অংশ। ২০১০ সালের বিশ্বকাপ এবং ২০১২ ইউরো জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১৪৩টি ম্যাচ, যা স্পেনের ইতিহাসে তৃতীয় সর্বাধিক। এই তালিকায় শুধুমাত্র সার্জিয়ো রামোস এবং ইকার ক্যাসিয়াসের পরেই রয়েছেন তিনি।

Advertisements

বুসকেতসের অবসর ঘোষণায় ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আবেগের জোয়ার। দীর্ঘদিন ধরে মেসির ‘ছায়াসঙ্গী’ হয়ে থাকা এই মিডফিল্ডার মাঠে কখনও ততটা আলোচনার কেন্দ্রে না থাকলেও, দলের ভারসাম্য রক্ষা ও প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দিতে তাঁর দক্ষতা ছিল অসাধারণ। তিনি ছিলেন ‘আনসাং হিরো’ যাঁর কাজ সবসময় নজরে না পড়লেও, ফলাফলে যাঁর অবদান অনস্বীকার্য।

বুসকেতসের বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হল এক যুগ, যেখানে ‘বার্সা ডিএনএ’ বলতে যাঁদের বোঝানো হতো। তাঁদের অন্যতম ছিলেন তিনি। নিঃশব্দে, দৃঢ়তায়, এবং অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তায় গড়া এই কেরিয়ার বহু তরুণ ফুটবলারের অনুপ্রেরণা হয়ে থাকবে। ফুটবল বিশ্ব আজ এক ‘মাস্টার অফ মিডফিল্ড’কে সম্মান জানিয়ে বলছে, ধন্যবাদ, বুসকেতস।

Lionel Messi friend Spanish Footballer Sergio Busquets announces retirement from club football

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News