HomeSports Newsশেষ ম্যাচে মেসিদের সামনে বাঁচা-মরার লড়াই!

শেষ ম্যাচে মেসিদের সামনে বাঁচা-মরার লড়াই!

- Advertisement -

ক্লাব বিশ্বকাপের মঞ্চে (FIFA Club World Cup 2025) এ বছর অনেকটাই আলাদা এক আলোচনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি (Inter MiamiInter Miami)। এই আলোচনার প্রধান কারণ অবশ্যই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। তাঁকে ঘিরেই স্বপ্ন বুনছে মায়ামি, আর সেই স্বপ্ন পূরণে প্রথম ধাপ পার হতে হলে এখন কেবল একটি ড্র-ই চাই তাদের।

৮টি গ্রুপে ৩২ দলের এই টুর্নামেন্টে মেসিদের দল রয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। এর মধ্যে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মায়ামি। এক ম্যাচে গোলশূন্য ড্র আল-আহলির সঙ্গে, আর পরের ম্যাচে চমক দেখিয়ে পর্তুগিজ ক্লাব পোর্তোকে হারিয়েছে তারা।

   

এদিকে, সমান ৪ পয়েন্ট নিয়ে শুধুমাত্র গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিলিয়ান জায়ান্ট পালমেইরাস। অন্যদিকে, আল-আহলি ও পোর্তো এখন পর্যন্ত একটি করে ড্র ও একটি করে হার নিয়ে ১ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে।

এই প্রেক্ষাপটে, ইন্টার মায়ামির সামনে পরের রাউন্ডে ওঠার হিসাবটা বেশ সহজ। নিজেদের শেষ ম্যাচে পালমেইরাসের বিপক্ষে জয় না পেলেও, কেবল একটি ড্র করলেই ৫ পয়েন্ট নিয়ে নিশ্চিত হয়ে যাবে তাদের শেষ ষোলো। কারণ, সে ক্ষেত্রে অন্য কোনো দলই তাদের পয়েন্ট টপকাতে পারবে না।

ড্র-ই যথেষ্ট, তবে হারলেই বিপত্তি

সবকিছুই ঠিকঠাক থাকলে ড্র করেই ইন্টার মায়ামি পৌঁছে যাবে পরবর্তী রাউন্ডে। কিন্তু ফুটবল খেলায় ‘যদি’ আর ‘কিন্তু’ সব সময়ই ছায়ার মতো সঙ্গে থাকে। যদি পালমেইরাসের বিপক্ষে তারা হেরে যায়, তাহলে তৈরি হবে জটিল সমীকরণ।

ধরা যাক, মায়ামি পালমেইরাসের বিপক্ষে হারে। সে ক্ষেত্রে তাদের পয়েন্ট থাকবে ৪। যদি অন্য ম্যাচে আল-আহলি পোর্তোকে হারায়, তাহলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ৪। আবার যদি পোর্তো জেতে, তাহলেও ৪। এই পরিস্থিতিতে এক গ্রুপের তিনটি দলের পয়েন্ট হবে সমান—৪। তখন নির্ধারক হবে গোল পার্থক্য।

এক্ষেত্রে ইন্টার মায়ামির প্রথম ম্যাচে গোলশূন্য ড্র তাদের কিছুটা বাড়তি সুবিধা দিতে পারে। তবে পালমেইরাসের বিপক্ষে বড় ব্যবধানে হার তাদের গোল ব্যবধানকে খারাপ করে দিতে পারে, যা হয়ে উঠতে পারে ছিটকে যাওয়ার কারণ।

মেসি ম্যাজিকই হবে ভরসা?

যদিও শেষ ম্যাচে কেবল একটি ড্রই যথেষ্ট, তবু মেসির মতো খেলোয়াড়ের লক্ষ্য কখনোই ‘ড্র’ নিয়ে খুশি থাকা নয়। বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বরাবরই খেলেন জয় ও আধিপত্যের জন্য। তার নেতৃত্বে ইন্টার মায়ামিও চাইবে শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ৭ পয়েন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে ওঠার।

ইন্টার মায়ামির আক্রমণভাগে মেসি ছাড়াও রয়েছে লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস ও জর্দি আলবার মতো অভিজ্ঞ তারকারা। তাদের সমন্বিত অভিজ্ঞতা ও মাঠে বোঝাপড়ার জোরেই দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে দলটি। পালমেইরাসের বিপক্ষেও সেই অভিজ্ঞতার প্রভাব রাখতে পারলেই সহজ হবে তাদের কাজ।

ভুলের সুযোগ নেই

এই মুহূর্তে যেভাবে গ্রুপের পয়েন্ট টেবিল দাঁড়িয়ে আছে, তাতে মায়ামির একটাই লক্ষ্য পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফেলা। একটি ছোট ভুলই গড়াতে পারে বড় দুঃস্বপ্নে। হারলে তাদের ভাগ্য নির্ভর করবে অন্য ম্যাচের ফলাফলের ওপর, আর সেক্ষেত্রে মেসিদের মতো দলের জন্য সেটা হতে পারে কঠিন বাস্তবতা।

সব মিলিয়ে, মেসিদের সামনে সমীকরণটা যতই সহজ মনে হোক, বাস্তবতা কিন্তু ভিন্ন। ফুটবলের মাঠে কখন, কী ঘটে যায়, বলা কঠিন। তবে এই মুহূর্তে তাদের হাতে সুযোগ রয়েছে, সেটিকে কাজে লাগানোই হবে বুদ্ধিমানের কাজ।

পরের ম্যাচে মাঠে নামার সময় মেসিরা জানেন—এখন ভুলের কোনো জায়গা নেই। একটি ড্র-ই হতে পারে পরবর্তী স্বপ্নযাত্রার সোপান, আবার একটি হার-ই হতে পারে স্বপ্নভঙ্গের শুরু।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular