ক্লাব বিশ্বকাপে ঘটল অঘটন, প্রাক্তনের কাছে হেরে বিদায় মেসির মায়ামির

Lionel Messi trademark free-kick earned Inter Miami a 2-1 comeback win against FC Porto in FIFA Club World Cup

ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup) এক বিশাল অঘটনের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। লিওনেল মেসির (Lionel Messi) দল ইন্টার মায়ামি (Inter Miami) বিদায় নিল নকআউট পর্বের প্রথম রাউন্ডেই, তাও আবার তার প্রাক্তন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (PSG) কাছে ৪-০ গোলে হেরে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই পিএসজি তাদের সমস্ত গোল করে দেয় এবং কার্যত তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

পিএসজির হয়ে প্রথম গোলটি করেন জোয়াও নেভেস, ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে এক নিখুঁত হেডে বল জালে জড়ান তিনি। এরপর ৩০ মিনিটের মাথায় দুর্দান্ত টিম মুভের সমাপ্তি টানেন একই খেলোয়াড়, করে বসেন নিজের দ্বিতীয় গোল। ইন্টার মায়ামির দুর্ভাগ্য তখন আরও বাড়ে, যখন তাদের ডিফেন্ডার টমাস অ্যাভিলেস আত্মঘাতী গোল করে বসেন, যা ম্যাচের তৃতীয় গোল হিসেবে গন্য হয়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে আক্রমণভাগের দাপট বজায় রেখে চতুর্থ গোলটি করেন মরক্কোর তারকা আক্রাক হারকিমি।

   

দুই ম্যাচে ১৭ গোল! ব্রাজিল বিশ্বকাপে যোগ্যতা অর্জনের লক্ষ্যে ভারতীয় দল

ম্যাচের দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পিএসজি তখন অনেকটাই গতি কমিয়ে রেখেছিল। লুইস এনরিকে’র দল প্রথমার্ধেই ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ায় মেসি ও তার সতীর্থদের জন্য আর ফিরে আসার সুযোগ ছিল না।

এদিনের জয়ে পিএসজি ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। আগামী ৫ জুলাই তারা মুখোমুখি হবে ফ্ল্যামেঙ্গো ও বায়ার্ন মিউনিখের মধ্যকার বিজয়ীর সঙ্গে। অন্যদিকে, লিওনেল মেসির ক্লাব বিশ্বকাপে রূপকথার মতো কিছু হওয়ার বদলে শেষ হল হতাশায়। তার প্রাক্তন ক্লাবের বিপক্ষে এমন ভরাডুবি শুধু ইন্টার মায়ামির নয়, মেসির জন্যও এক করুণ অধ্যায়।

এই হারের মধ্য দিয়ে ফুটবল বিশ্বে আবার প্রমাণ হল যে অভিজ্ঞতা ও ইউরোপীয় ফুটবলের গতি-প্রকৃতির সঙ্গে তাল মেলানো এখনো এমএলএস-ভিত্তিক দলগুলোর জন্য অনেক চ্যালেঞ্জিং। মেসির দল যতই প্রচেষ্টা করুক না কেন, পিএসজির দুর্দান্ত ফুটবল এবং সুশৃঙ্খল রক্ষণব্যবস্থা তাদের জন্য ছিল এক অজেয় প্রাচীর।

Lionel Messi club Inter Miami have been eliminated from FIFA Club World Cup

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleমুসার হাত ধরেই ভবিষ্যতের পথে নর্থইস্ট, কী ভাবছেন থিঙ্ক ট্যাঙ্ক?
Next articleঅঙ্কিতা চক্রবর্তী কি টিভি মেগা সিরিয়ালে ফিরছেন?
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।