ভারতীয় ফুটবল ভক্তদের জন্য একটি দারুণ সুখবর এসেছে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi) আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের (Argentina football team) সঙ্গে ভারতে আসতে চলেছেন। ২০২৫ সালে আর্জেন্টিনা দল ভারতে একটি ম্যাচ খেলতে আসবে। মেসি শেষবার ২০১১ সালে ভারত সফর করেছিলেন। ১৪ বছর পর এই ফুটবল কিংবদন্তি আবার ভারতের মাটিতে পা রাখবেন। এই খবরে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
প্লে অফে ছাংতে বনাম ছেত্রী দ্বৈরথে গেম চেঞ্জার এই তিন লড়াই!
ভারতে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে এইচএসবিসি ইন্ডিয়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে আর্জেন্টিনা জাতীয় দল ভারতে একটি প্রীতি ম্যাচ (exhibition match) খেলবে। এইচএসবিসি ইন্ডিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, “২০২৫ সালের অক্টোবরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ভারতে একটি আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খেলতে আসবে। এই দলে তারকা খেলোয়াড় লিওনেল মেসিও থাকবেন।” এই ঘোষণা ভক্তদের জন্য একটি স্বপ্নপূরণের মতো ঘটনা।
ISL সেমিফাইনালে গোয়ার ‘চাবিকাঠি’ বাগানের বিপক্ষে জোড়া গোল করা এই ভারতীয় ফুটবলার!
কখন এবং কোথায় হবে ম্যাচ?
চুক্তি অনুযায়ী, আর্জেন্টিনা দল (Argentina football team) ২০২৫ সালের অক্টোবরে কেরালা রাজ্যে একটি প্রীতি ম্যাচ খেলতে আসবে। এই ম্যাচটি কোচির একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেরালা, যেখানে ফুটবলের প্রতি ভালোবাসা অত্যন্ত গভীর। সেখানে মেসির (Lionel Messi) মতো তারকাকে মাঠে দেখার জন্য ভক্তরা ইতিমধ্যেই উন্মুখ হয়ে আছেন। এএফএ সভাপতি ক্লদিও ফ্যাবিয়ান তাপিয়া এই চুক্তিকে দলের আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে একটি “নতুন মাইলফলক” হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “ভারতের মতো ফুটবলপ্রিয় দেশে খেলা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।”
মেসির শেষ ভারত সফর
লিওনেল মেসি (Lionel Messi) এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতে এসেছিলেন। সেই সময় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছিল। দর্শকপূর্ণ স্টেডিয়ামে আর্জেন্টিনা (Argentina football team) ১-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল। মেসির সেই খেলা ভারতীয় ফুটবল ভক্তদের মনে এখনও অমলিন হয়ে আছে। ১৪ বছর পর তার ফিরে আসা ভক্তদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।
বিশ্বকাপে আর্জেন্টিনার যোগ্যতা
সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল (Argentina football team) দল ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই জয়ের মাধ্যমে তারা দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তবে ব্যক্তিগত কারণে মেসি (Lionel Messi) এই ম্যাচে খেলেননি। তার অনুপস্থিতিতেও দলের এই দাপুটে জয় তাদের শক্তি ও গভীরতার প্রমাণ দেয়।