ভারতীয় ফুটবল (Indian Football) ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সূচনা হতে চলেছে আগামী নভেম্বর (November) মাসে। দীর্ঘ ১৫ বছর পর ফের একবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। শুধু তিনিই নন, তাঁর নেতৃত্বে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলও (Argentina Football Team) আসছে ভারত (India) সফরে। ইতিমধ্যেই কেরালার (Kerala) ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নভেম্বর মাসের ফিফা আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই কেরালার মাঠে অনুষ্ঠিত হবে এক প্রীতি ম্যাচ, যেখানে অংশ নেবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি, তবে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদ ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী।
কেরালার পাশাপাশি ভারতের আরও কয়েকটি শহর সফরের পরিকল্পনা রয়েছে মেসির। সূত্রের খবর, কলকাতা, আহমেদাবাদ, মুম্বই এবং নয়াদিল্লি সফর করবেন তিনি। ১২ ডিসেম্বর ভারতে এসে ১৩ তারিখ কলকাতার ইডেন গার্ডেনসে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। সেখান থেকে রাত্রেই উড়ে যাবেন আমেদাবাদে, যেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে একটি ঘরোয়া অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এরপর ১৪ ডিসেম্বর মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত এক বড় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেসি। সেই মঞ্চে উপস্থিত থাকার কথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আবার সাক্ষাৎ করবেন মেসি। সবশেষে, ১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার অধিনায়ক।
এবারের সফর শুধু মেসির জন্যই নয়, বরং পুরো আর্জেন্টিনা দল এবং তারকা ফুটবলারদের নিয়েই হবে বলেই জানা গিয়েছে। সম্ভাবনা রয়েছে ইন্টার মিয়ামিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্ডি আলবা এবং রদ্রিগো দে পলেরও সফরে যোগ দেওয়ার। তবে কারা শেষ পর্যন্ত মেসির সফরসঙ্গী হবেন, তা এখনও নিশ্চিত করেনি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (AFA)।
AFA তরফে জানানো হয়েছে, নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে কেরালায় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদিও ঠিক কোন তারিখে ও কোথায় ম্যাচটি হবে এবং প্রতিপক্ষ কে, তা এখনও নির্ধারিত হয়নি। তবে কেরালা সরকারের সহযোগিতায় এই আয়োজনকে ঘিরে রাজ্যজুড়ে চলছে তোরজোড় প্রস্তুতি। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সরকারের নিরলস প্রচেষ্টা ও বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহেই সম্ভব হয়েছে এই ঐতিহাসিক আয়োজন।
Lionel Messi and the Argentine national football team will play a historic friendly match in Kerala, India, in November 2025, as confirmed by the Argentina Football Association (AFA)https://t.co/TVcOVZMEBU
— Sujith Kumar (@Air_Veteran_) August 23, 2025
ভারতে মেসির আগমনের কথা উঠলেই ফিরে যেতে হয় ২০১১ সালে। সেই সময় ভেনেজুয়েলার বিরুদ্ধে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে খেলেছিলেন মেসি। আর্জেন্টিনা সেই ম্যাচে ১-০ গোলে জয়লাভ করেছিল। প্রায় ৭০ হাজার দর্শক সেই ম্যাচে সাক্ষী ছিলেন মেসির দুরন্ত স্কিলের। ওই ম্যাচটি ছিল মেসির অধিনায়ক হিসেবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ফলে কলকাতার সঙ্গে মেসির এক অনন্য সম্পর্ক তৈরি হয়।
ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এই সফর এক বিশাল পাওয়া। বিশেষত মেসির দ্বিতীয়বার ভারতের মাটিতে আগমন যে এক ঐতিহাসিক মুহূর্ত তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র কেরালায় ম্যাচ খেলার বিষয়টিই নয়, বরং তাঁর চারদিনের ভারত সফর জুড়েই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ আর উন্মাদনা। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এক বিবৃতিতে জানিয়েছেন, “কেরালা এমন এক ভূমি যেখানে ফুটবল সংস্কৃতির সীমা ছাড়িয়ে আবেগে রূপ নেয়। মেসি এবং আর্জেন্টিনা দলের এই আগমন কেরালার ক্রীড়াক্ষেত্রকে নতুন দিশা দেবে।”
বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে তাঁর পারফরম্যান্স বেশ ভালো, এবং সম্প্রতি তিনিই হয়েছেন ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্টদাতা। ফলে কেরালার ম্যাচেও মেসির ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।
Lionel Messi and the Argentina Football Team will play a historic friendly match in Kerala on November 2025