প্রয়াত হলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার Uwe Seeler

প্রয়াত হলেন কিংবদন্তি জার্মানির ফুটবলার Uwe Seeler ।১৯৬৬ সালের বিশ্বকাপে তার নেতৃত্বে ফাইনালে উঠেছিলো পশ্চিম জার্মানি।তাঁর মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৫। ক্লাব কেরিয়ারের অধিকাংশ টাই হামবুর্গে…

প্রয়াত হলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার Uwe Seeler

প্রয়াত হলেন কিংবদন্তি জার্মানির ফুটবলার Uwe Seeler ।১৯৬৬ সালের বিশ্বকাপে তার নেতৃত্বে ফাইনালে উঠেছিলো পশ্চিম জার্মানি।তাঁর মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৫।

ক্লাব কেরিয়ারের অধিকাংশ টাই হামবুর্গে কেটেছিলো তার।সেখানকার স্থানীয় পৌরসভার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ” উই সিলারের প্রয়ানে গোটা হামবুর্গ গভীর ভাবে শোকাহত।বুন্দেসলিগা’র প্রথম সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন তিনি ।প্রিয়জনদের মাঝে থেকেই বিদায় নিলেন।”

প্রয়াত হলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার Uwe Seeler

Advertisements

১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হামবুর্গের হয়ে অভিষেক করেন সিলার।মোট ৪৭৬ টা ম‍্যাচ খেলে ১৯৭২ সালে অবসর নেন। পরবর্তী সময়ে ক্লাব প্রেসিডেন্টের দায়িত্বে আসেন তিনি।কিন্তু পরবর্তী সময় সংশ্লিষ্ট ক্লাব আর্থিক কেলেঙ্কারি’তে জড়ালে তিনি সরে দাড়ান। পশ্চিম জার্মানির হয়ে মোট ৭২ টা ম‍্যাচ খেলেছিলেন সিলার, ১৯৫৪ থেকে ১৯৭০ সাল অবধি,গোল করেছিলেন ৩৩ টি। জিততে পারেনি বিশ্বকাপ।