ISL-এর ইতিহাসে কিংবদন্তি কোচ! হাবাস কি সবার সেরা?

আন্তোনিও লোপেজ হাবাস — শুধু একটি নাম নয়, ISL-এর ইতিহাসে সাফল্যের প্রতীক। ২০১৪ সালে ATK-র হয়ে প্রথম মরসুমেই ট্রফি জেতানো এই স্প্যানিশ কোচ মাঠে যেমন…

Antonio Lopez Habas ATK

আন্তোনিও লোপেজ হাবাস — শুধু একটি নাম নয়, ISL-এর ইতিহাসে সাফল্যের প্রতীক। ২০১৪ সালে ATK-র হয়ে প্রথম মরসুমেই ট্রফি জেতানো এই স্প্যানিশ কোচ মাঠে যেমন শৃঙ্খলা এনেছেন, তেমনি আক্রমণে এনেছেন ঝড়। কৌশল, নেতৃত্ব ও দলগঠনের অসাধারণ ক্ষমতায় তিনি ভারতীয় ফুটবলের অন্যতম সফল কোচ হয়ে উঠেছেন। তাঁর নেতৃত্বে ভারতীয় ফুটবল পেয়েছে নতুন দিশা ও মানদণ্ড। দেখুন কীভাবে হাবাস বদলে দিয়েছিলেন ISL-এর ইতিহাস।

   
Advertisements