‘বিদায় প্রবীর মজুমদার’, প্রয়াত ইস্টবেঙ্গলের হয়ে খেলা অন্যতম সেরা লিফটব্যাক

Prabir Majumdar

কলকাতা ময়দানে শোকের ছায়া। চলে গেলেন ইস্টবেঙ্গল ক্লাবের স্বর্ণ যুগের অন্যতম গুরুতবপূর্ণ সদস্য প্রবীর মজুমদার (Prabir Majumdar)। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় তাঁর প্রয়াণ সংবাদ নিশ্চিত করা হয়েছে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

Advertisements

ময়দানের পোড়খাওয়া ব্যক্তিদের কাছে প্রবীর মজুমদার পরিচিত এক নাম। লাল হলুদ জার্সি পরে খেলা সর্বকালের অন্যতম সেরা লেফট ব্যাক। ইস্টবেঙ্গলের হয়ে জিতেছেন কলকাতা লিগ, আইএফএ শিল্ড এবং ডিসিএম। ১৯৭৩ সালে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল মশাল বাহিনী। প্রবীর সেই দলের সদস্য ছিলেন। ১৯৭২ সালে একটি ম্যাচও না হেরে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এক মরসুমে জিতেছিল তিনটি ট্রফি বা ট্রেবল।

বৃহস্পতিবার ভোরে প্রবীর মজুমদারের মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশ। ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করা হয়েছে শুক্রবার সন্ধ্যায়। খেলোয়াড় হিসেবে নিজের প্রতিভার পরিচয় দেওয়ার পাশাপাশি করিয়েছেন কোচিং। কলকাতার অন্যতম প্রধান ক্লাবের প্রশিক্ষক হিসেবে ১৯৮১ সালে দায়িত্ব নিয়েছিলেন।

Advertisements

ইস্টবেঙ্গল অন্ত প্রাণ হিসেবে পরিচিত ছিলেন প্রবীর মজুমদার। এমন একজন কিংবদন্তির মৃত্যু নক্ষত্র পতনের সমান। প্রবীরের প্রয়াণে সংবাদ প্রকাশ্যে আসার পর এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ক্লাব।