দল বদলের বাজারে এখনও পর্যন্ত বড় কোনো ঘোষণা করেনি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। তবে দল গঠনের কাজ চলছে। মোহনবাগান তাদের রিজার্ভ দলকেও সাজিয়ে নিচ্ছে। রিজার্ভ দলের জন্য ইতিমধ্যে একাধিক ফুটবলারকে ক্লাব নিশ্চিত করেছে। সিনিয়র দলের পাশাপাশি রিজার্ভ দলে আরও একাধিক ফুটবলারকে যুক্ত করতে পারে বাগান।
মোহনবাগানের দল গঠন সংক্রান্ত জল্পনায় এখন যুক্ত হয়েছে মিজোরামের এক উঠতি ফুটবলারের নাম, তিনি লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া। ভারতীয় ফুটবলে উঠতি ফুটবলারদের মধ্যে অন্যতম লালরিনজুয়ালা। কিন্তু কেন তাঁকে নিয়ে রয়েছে এতো প্রত্যাশা?
ইস্টবেঙ্গলের জন্য একাধিক উপায়ে অপরিহার্য হয়ে উঠতে পারেন Dimitrios Diamantakos
২০২৩-২৪ আই লিগ মরসুমে ২০ ম্যাচে ১৫ গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছিলেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। আইজল এফসি ফরোয়ার্ড ভারতীয় ফুটবলের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন। এক মরসুমে প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ভারতীয় গোলদাতা হিসেবে গড়েছেন নজির।
View this post on Instagram
এর আগে সুনীল ছেত্রী (২০১৩-১৪) ও মহম্মদ রফির (২০০৯-১০) যুগ্ম রেকর্ড ভেঙেছিলেন। ২০২০-২১ মরসুমে সাড়া ফেলে দিয়েছিলেন বিদ্যাসাগর সিং। টুর্নামেন্টের এক মরসুমে করেছিলেন ১২ গোল। জিতেছিলেন গোল্ডেন বুট।
East Bengal: আজই বড় ঘোষণা করতে পারে ইস্টবেঙ্গল
তার আগে বিদ্যাসাগর খেলেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে। লাল হলুদ জার্সিতেও করেছিলেন বেশ কিছু গোল। পরবর্তীকালে বিদ্যাসাগর নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। তবে তাঁর সামনে এখন পড়ে রয়েছে লম্বা কেরিয়ার। লালরিনজুয়ালাও তরুণ ফুটবলার, ফুটবল মাঠে অনেক পথ চলা বাকি। মোহনবাগান সুপার জায়ান্টে তিনি যুক্ত হন কি না এখন সেটাই দেখার বিষয়।