মোহনবাগানের জার্সি পরা হচ্ছে না লালবিয়াকনিয়ার, কিন্তু কেন ?

গত কয়েকদিন ধরেই লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াকে (Lalrinzuala Lalbiaknia) নিয়ে সরগরম হয়ে উঠেছিল দল বদলের বাজার। নতুন মরশুমের জন্য এই ফুটবলারকে পেতে আসরে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব…

Lalrinzuala Lalbiaknia

গত কয়েকদিন ধরেই লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াকে (Lalrinzuala Lalbiaknia) নিয়ে সরগরম হয়ে উঠেছিল দল বদলের বাজার। নতুন মরশুমের জন্য এই ফুটবলারকে পেতে আসরে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টসের মতো শক্তিশালী ফুটবল ক্লাব।

একটা সময় সেক্ষেত্রে আন্দ্রে চেরনিশভের মহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়ে থাকলেও পরবর্তীতে সবাইকে টেক্কা দিয়ে যথেষ্ট এগিয়ে যায় মোহনবাগান। এমনকি কথাবার্তা ও প্রায় পাকা হয়ে যায় ময়দানের এই প্রধান দলের। যারফলে অনেকেই মনে করেছিল, যে আসন্ন ফুটবল মরশুমে হয়ত সবুজ-মেরুনের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে।

   

কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হলনা। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর গতকাল নাকি ফিটনেস টেস্ট দিতে এসেছিলেন আইজল এফসির এই দাপুটে ফুটবলার। কিন্তু সেখানেই দেখা দেয় সমস্যা। বলতে গেলে এই টেস্টেই আটকে যান লালবিয়াকনিয়া। তাই এখন আর সবুজ-মেরুনে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না এই ভারতীয় ফরোয়ার্ডের।

আপাতত নাকি আইজলেই ফিরে গিয়েছেন গতবারের আইলিগের সর্বাধিক গোল করা এই ফুটবলার। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা মেরিনার্সদের কাছে। কিন্তু আসন্ন ফুটবল সিজনে আদৌ তিনি কোথায় খেলবেন তা এখনো স্পষ্ট হয়নি।

উল্লেখ্য, শেষ ফুটবল সিজনে আইজল এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই তরুণ ফুটবলারের। ১৫টি গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট ও করেছিলেন তিনি। ভেঙে দিয়েছিলেন সুনীল ছেত্রীর রেকর্ড। স্বাভাবিকভাবেই তার দিকে নজর গিয়ে পড়েছিল সমস্ত ফুটবল ক্লাব গুলির।