লালবিয়াকনিয়াকে পেতে মরিয়া আইএসএলের দুই ক্লাব, হাতছাড়া মহামেডানের?

আগামী সিজেন থেকেই দেশের প্রথম সারির ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে মহামেডান স্পোর্টিং ক্লাব। সেইমতো এবার প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ফুটবল ক্লাব। বিদেশি ফুটবলারদের পাশাপাশি…

Lalrinzuala Lalbiaknia can breake Sunil Chhetri I league record

আগামী সিজেন থেকেই দেশের প্রথম সারির ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে মহামেডান স্পোর্টিং ক্লাব। সেইমতো এবার প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ফুটবল ক্লাব। বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলারদের নির্বাচন করার ক্ষেত্রে ও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই যে বড় বাজেটের দল গড়ে সকলকে চমকে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের সেকথা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

তবে এবার দল গঠনের ক্ষেত্রে পুরোনো বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ব্ল্যাক প্যান্থার্সদের। এক্ষেত্রে অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে পরবর্তীতে এডি হার্নান্দেজের মত ফুটবলারদের নাম উঠে আসতে শুরু করে ব্যাপকভাবে।

   

শোনা যাচ্ছে, এই দুই ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চায় মহামেডান শিবির। এছাড়াও একাধিক নতুন ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। বলাবাহুল্য, এবারের আইলিগ মরশুমে ডেভিড লালাসাঙ্গার অনবদ্য পারফরম্যান্স থাকলেও নতুন সিজেনে সাদা-কালো শিবিরে আর খেলা হবে না এই তরুণ প্রতিভার। মহামেডান ছেড়ে পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলে যুক্ত হতে চলেছেন তিনি। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করবে মশাল ব্রিগেডকে। সেজন্য, তার বিকল্প হিসেবে আইলিগ মরশুমের সর্বাধিক গোল করা ফুটবলার লালবিয়াকনিয়ার দিকে নজর পড়ে এবারের আইলিগ জয়ীদের।

কথাবার্তা ও অনেকদূর এগিয়ে যায় এই ফুটবলারের সঙ্গে। যারফলে মনে করা হতে, যে আইজল এফসি ছেড়ে নতুন মরশুমে হয়ত মহামেডান স্পোর্টিং ক্লাবে যোগদান করবেন এই তরুণ প্রতিভা। তবে এবার কিছুটা বদলেছে পরিস্থিতি। জানা গিয়েছে, মহামেডানের পাশাপাশি এই তরুণ ফুটবলারকে পেতে আগ্ৰহী আইএসএলের আরো দুই ক্লাব। তাদের মধ্যে রয়েছে পাঞ্জাব এফসি এবং জামশেদপুর এফসি। সেইমতো বড় অঙ্কের অর্থ প্রস্তাব ও নাকি পাঠানো হয়েছে বছর তেইশের এই ফরোয়ার্ডকে। যদিও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।