এবারের ট্রান্সফার উইন্ডো (Transfer window) খোলার পর থেকেই দল গঠনে সক্রিয়তা দেখাতে শুরু করেছিল ক্লাব গুলি। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল থেকে শুরু করে আইলিগ হোক কিংবা অন্যান্য টুর্নামেন্ট। নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘর গোছাতে তৎপর ছিল প্রত্যেকেই। সেক্ষেত্রে প্রথম থেকেই যথেষ্ট এগিয়ে ছিল ইস্টবেঙ্গল থেকে শুরু করে মুম্বাই সিটি সহ প্রথম ডিভিশনের ক্লাব গুলি। তবে খুব একটা পিছিয়ে ছিল না বাকিরা। মূলত প্রিমিয়ার ডিভিশন লিগ অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ খেলা ফুটবলারদের দলে টানতে মরিয়া ছিল আইলিগের ক্লাব গুলি।
সেক্ষেত্রে গত কয়েক মাসে বারংবার উঠে আসতে শুরু করেছিল বিভিন্ন দল গুলির তরফে। সপ্তাহ কয়েক আগে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও এখনও পর্যন্ত ব্যাপক সক্রিয় রয়েছে একাধিক ফুটবল দল। সেক্ষেত্রে গত কয়েক মাসে বারংবার উঠে এসেছিল এক মনিপুরী ফুটবলারের নাম। তিনি লালরেমরুয়াতা রাল্টে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত গোয়ার ফুটবল ক্লাব চার্চিল ব্রাদার্সের সঙ্গে যুক্ত ছিলেন এই লেফট ব্যাক। দলের হয়ে খেলেছিলেন প্রায় কুড়িটি ম্যাচ। তারমধ্যে একটি গোল সহ চারটি অ্যাসিস্ট ও ছিল এই ফুটবলারের। অর্থাৎ ডিফেন্ডার হয়ে ও দলকে গোল তুলে নিতে সাহায্য করেছেন বারংবার।
সবকিছু খতিয়ে দেখেই তাঁকে পেতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল সহ এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসির মতো ফুটবল ক্লাব। সেইমতো কথাবার্তা এগিয়ে গিয়েছিল অনেকটা দূর। যদিও পরবর্তীতে আর তেমন কিছুই জানা যায়নি। শেষ পর্যন্ত আদৌ তিনি দলে আসেন কিনা সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। তবে এই নয়া সিজনে তাঁকে আইএসএল খেলতে দেখা গেলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে।