Sunil Chhetri: ২০১৫ সালে ছেত্রীর বলা কথা ছাংতের কাছে ‘বেদবাক্য’

অবসর নেওয়ার কথা জানিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। কুয়েতের বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলবেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি। সুনীলের জন্য এই ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইছেন তাঁর সতীর্থরা। সুনীলকে নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় ফুটবলের তারকা লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। ২০১৫ সালে সুনীল ছেত্রীর বলা কথা মেনেই এখনও মাঠে নামেন তিনি।

   

Subha Ghosh: নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি শুভ ঘোষ

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে লালিয়ানজুয়ালা ছাংতের একটি সাক্ষাৎকার। কুয়েতের বিরুদ্ধে আসন্ন ম্যাচের পাশাপাশি আলোচনার অনেকটা জুড়ে রয়েছেন সুনীল ছেত্রী। ছেত্রী প্রসঙ্গে কী বলেছেন লালিয়ানজুয়ালা ছাংতে?

‘সুনীল ভাইয়ের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। কারণ প্রথমত তিনি যেভাবে নিজের খেয়াল রাখেন, দ্বিতীয়ত তাঁর কাজের নৈতিকতা এবং তৃতীয়ত তাঁর নম্রতা। ২০১৫ সালে যখন আমি প্রথম জাতীয় শিবিরে যোগ দিয়েছিলাম, তিনি আমাকে স্বাগত জানিয়েছিলেন। যখন মাঠে নেমেছিলাম, তখন তিনি আমাকে ডেকে বলেছিলেন – তোমার সেরাটা দিও, খেলাটা উপভোগ করো, সহজভাবে খেলে যাও এবং যে ভাবে খেলতে চাও সেভাবে খেলো’, সুনীল ছেত্রী প্রসঙ্গে সাক্ষাৎকারে বলেছেন ছাংতে।

Transfer News: আরও এক ‘দিমি’-কে নিয়ে গরম হচ্ছে দল বদলের বাজার

এরপর তিনি বলেছন, ‘তখন থেকে এই বাক্যগুলো আমার পাথেয়। তাঁর মতো হয়ে ওঠা সহজ নয়। সুনীল যেভাবে জাতীয় দলকে বহন করেছেন সেটাকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই। সুনীল ছেত্রীর সঙ্গে সনা এমনকি জাকুজিতে একসাথে বসা, আলোচনা করা এগুলো কখনও ভোলার নয়।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন