বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ছাংতে, নজর কাড়লেন ডেভিড

Footballer of the Year: গত কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে রয়েছেন লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে ও চমকপ্রদ পারফরম্যান্স ছিল এই…

David wins the Promising Player of the Year Award

Footballer of the Year: গত কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে রয়েছেন লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে ও চমকপ্রদ পারফরম্যান্স ছিল এই ফুটবলারের। দলকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন প্রত্যেক ক্ষেত্রে। জাতীয় দলের জার্সিতে ট্রফি জয়ের পাশাপাশি মুম্বাই সিটি এফসির শিল্ড জয় কিংবা আইএসএল জয়ের অন্যতম কান্ডারী থেকেছেন মিজোরামের এই তারকা।

   

সবকিছু মাথায় রেখেই ফের তাঁকে বর্ষসেরা ফুটবলার হিসেবে ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। শুক্রবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা তুলে ধরে এই ফুটবল সংস্থা। যা নিঃসন্দেহে খুশি করেছে ভারতীয় ফুটবলপ্রেমীদের। উল্লেখ্য, গত মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ও নজর কেড়েছিলেন ছাংতে। শক্তিশালী কাতারের বিপক্ষে তাঁর গোলেই এগিয়ে ছিল ব্লু-টাইগার্স।

শেষ পর্যন্ত জয় না আসলেও ভারতীয় দলের পারফরম্যান্স মন জয় করেছিল সকলের। এবার যোগ্য সম্মান পেলেন এই ফুটবল তারকা। এছাড়াও প্রমিসিং ফুটবলার হিসেবে উঠে এসেছে ডেভিড লালহ্লানসাঙ্গার নাম। বলাবাহুল্য, গত ফুটবল সিজনে তাঁর দুরন্ত পারফরম্যান্সে সাফল্য পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

কলকাতা লিগের পাশাপাশি দলকে আইলিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে ও সক্রিয়তা দেখিয়েছিলেন মনিপুরের এই তরুণ প্রতিভা। সেই সুবাদে নয়া সিজনে আইএসএল খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। অর্থাৎ এবার দেশের প্রথম সারির টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ময়দানের তিন প্রধান। কিন্তু নয়া মরসুমে লাল-হলুদে যোগ দিয়েছেন ডেভিড। নতুন দলের জার্সিতে এবার সেরাটা দেওয়ার চ্যালেঞ্জ ডেভিডের কাছে।