ফের ধাক্কা খেতে পারেন East Bengal সমর্থকরা

আপুইয়া হয়তো ইস্টবেঙ্গলে আসছেন না। মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিতে পারেন তিনি। ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা ‘ছাঙতে ডিল’ (Lallianzuala Chhangte) নিয়ে আশায় বুক বেঁধেছেন। কিন্তু…

Lallianzuala Chhangte East Bengal

আপুইয়া হয়তো ইস্টবেঙ্গলে আসছেন না। মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিতে পারেন তিনি। ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা ‘ছাঙতে ডিল’ (Lallianzuala Chhangte) নিয়ে আশায় বুক বেঁধেছেন। কিন্তু সেই আশাও শেষ পর্যন্ত টিকবে কি না সন্দেহ রয়েছে। এখনও পর্যন্ত যা আপডেট তাতে ফের ধাক্কা খেতে পারেন শতাব্দী প্রাচীন ক্লাবের সমর্থকরা।

এক দিনে ১০জন নতুন ফুটবলারের সঙ্গে পরিচয় করাল East Bengal

   

গতবারের আইএসএল-এর গোল্ডেন বুট জয়ী ফুটবলারকে নিয়ে চমক দিয়েছেন ইমামি-ইস্টবেঙ্গলের কর্তারা। ক্যাপ্টেন ক্লেইটন সিলভার সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে ক্লাব। সাউল ক্রেসপোও থাকছেন শিবিরে। সিনিয়র দলে উল্লেখযোগ্য নতুন সংযোজন বলতে দিমিত্রিয়স দিয়ামান্তিকস। এরপর নতুন কাকে নিশ্চিত করতে চলেছে ইস্টবেঙ্গল?

আপুইয়ার ব্যাপারে প্রচন্ডভাবে আশাবাদী ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এমনটাও দাবি করেছিলেন, আপুইয়ার ইস্টবেঙ্গলে আসা প্রায় নিশ্চিত। শেষ পর্যন্ত এমনটা হয়তো হচ্ছে না। আপুইয়ার ইস্টবেঙ্গল-যোগ দুর্বল হওয়ার পর স্বভাবতই কৌতূহল বেড়েছে ছাঙতে-কে কেন্দ্র করে। ভারতের উদীয়মান এই ফুটবলারকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে একাধিক ক্লাব। ইস্টবেঙ্গলের কথাও শোনা গিয়েছিল।

East Bengal: পার্থক্য কতটা? ক্লেইটন করেছিলেন ১২ গোল, দিমির ১৩

ছাঙতে শেষ পর্যন্ত দল বদল করবেন কি না এখন সেটাই প্রশ্ন। একাধিক ক্লাবের প্রস্তাব তাঁর কাছে রয়েছে বলে শোনা গিয়েছে। মুম্বই সিটি এফসিও ধরে রাখতে চাইছে তাঁকে। আপুইয়াও মুম্বই সিটি এফসির ফুটবলার। তিনি দল বদল করার পথে। আপুইয়া না থাকলে মুম্বই সিটি এফসির মাঝমাঠ অনেকটা দুর্বল হয়ে পড়বে। এই পরিস্থিতিতে ক্লাব ছাঙতে-কে ধরে রাখতে চাইবে সেটাই স্বাভাবিক। ছাঙতে মুম্বই সিটি এফসিতে থেকে গেলে আবারও ধাক্কা খাবেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা।