মুম্বই সিটি এফসি’র ফুটবলার Lalengmawia Ralte দুই সপ্তাহের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন বেলজিয়ামের ক্লাব Lommel SK – তে । ময়দানে এই মিডফিল্ডার Apuia নামে সুপরিচিত । বিদেশের ক্লাবে দুই সপ্তাহের প্রস্তুতি’র মধ্যে দিয়ে আধুনিক ফুটবল খেলার মধ্যে দিয়ে ওয়াকিবহাল তিনি । ভবিষ্যতে সেই অভিজ্ঞতা বড় মঞ্চে সাহায্য করবে এই সংশ্লিষ্ট ফুটবলার’কে ।
আইএসএলের ইতিহাস সর্ব কনিষ্ঠ ফুটবলার হিসেবে কোনো ক্লাব’কে নেতৃত্ব দেওয়ার নজির দখলে আছে এই ফুটবলারের । ২০ বছর ৪৪ দিন বয়সে নর্থইস্ট ইউনাইটেড’কে নেতৃত্ব দিয়েছিলেন তিনি । ছয় বছর বয়সে খেলা শুরু করেছিলেন এই ফুটবলার । স্কুলের হয়ে সুব্রত কাপ খেলেছিলেন । ভারতের অনূর্ধ -১৭ বিশ্বকাপের ট্রায়ালে গেছিলেন তিনি । পরবর্তী সময়ে গোয়ায় এএফসি’র এলিট অ্যাকাডেমি’তে সুযোগ পান প্রশিক্ষণ নেওয়ার ।
২০১৭ সালে ইন্ডিয়ান অ্যারোজে যোগদান করেন, সেই বছর তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি ক্লাবের হয়ে।দুই বছর বাদে আইএসএলের ক্লাব NorthEast United – এ যোগ দেন ।২০২১ সালে আইএসএলের সেরা উঠতি ফুটবলার নির্বাচিত হন।এক’ই বছরে FPAI Young Player of the Year সন্মানে সন্মানিত হন।২০২১ সালে ২ কোটি টাকার বিনিময়ে মুম্বই সিটি এফসি’তে যোগ দিয়েছিলেন এই ফুটবলার।দেশের হয়ে সাফ কাপ জিতেছিলেন এই ফুটবলার।