বিরাট চমক! দীর্ঘমেয়াদি চুক্তিতে পালতোলা নৌকায় চড়লেন আপুইয়া

চমক মানেই যেন মোহনবাগান (Mohun Bagan)। বিগত কয়েক মরশুম ধরেই তা প্রমাণ করেছে দেশের শতাব্দী প্রাচীন এই ফুটবল ক্লাব। দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে জেসন…

Lalengmawia Ralte

চমক মানেই যেন মোহনবাগান (Mohun Bagan)। বিগত কয়েক মরশুম ধরেই তা প্রমাণ করেছে দেশের শতাব্দী প্রাচীন এই ফুটবল ক্লাব। দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে জেসন কামিন্স, একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের দলে টেনে চমক দিয়েছে সবুজ-মেরুন। তবে শুধুমাত্র বিদেশী ফুটবলারই নয়। ভারতীয় ব্রিগেডকে ও শক্তিশালী করতে বদ্ধপরিকর ছিল এই ফুটবল ক্লাব।

গত কয়েক সিজনে গোটা দেশ থেকে একের পর এক ভারতীয় ফুটবলারকে সাইন করিয়ে ছিল দল। তার যথেষ্ট প্রভাব দেখা গিয়েছিল ম্যাচের মধ্যে। এবার ও বজায় থাকল সেই ধারা। মেরিনার্সদের জালে এবার ধরা দিল লালেংমাওইয়া রাল্টে (Lalengmawia Ralte)। ওরফে আপুইয়া।

   

যা নিঃসন্দেহে বড়সড় চমক বাগান ব্রিগেডের। গত আইএসএল সিজনের পর থেকেই তাকে দলে টানার জন্য আসরে নেমেছিল একের পর এক ফুটবল ক্লাব। বেঙ্গালুরু ও গোয়ার পাশাপাশি তাকে নিশ্চিত করার জন্য অলআউট গিয়েছিল কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস।

একটা সময় লাল-হলুদের তরফ থেকে কথাবার্তা অনেকদূর এগিয়ে গেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত সমস্ত জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে এই ভারতীয় মিডফিল্ডারকে সাইন করিয়ে নিল মোহনবাগান সুপারজায়ান্টস। যতদূর জানা গিয়েছে, প্রায় ৫ বছরের চুক্তিতে সবুজ-মেরুনে আসতে চলেছেন এই ফুটবলার।

তবে এখনো পর্যন্ত সরকারিভাবে যোগদানের কথা জানানো না হলেও মনে করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই তা নিশ্চিত করবে বাগান ম্যানেজমেন্ট। উল্লেখ্য, গত সিজনে মুম্বাই সিটি এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল এই মিজো ফুটবলারের। দলের হয়ে একটি গোল এবং দুইটি অ্যাসিস্ট ও ছিল এই তরুণ ফুটবলারের। নতুন সিজনে এবার তার দিকেই তাকিয়ে বাগান জনতা।