দল গোছানোর মরসুম শেষেও হয়তো কিছু চমক এখনও বাকি রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে অভিযান শুরু করার আগে লাল হলুদ (East Bengal FC) সমর্থকদের জন্য রয়েছে সুখবর। শোনা যাচ্ছে, এক তরুণ ফুটবলারের সঙ্গে পাকাপাকিভাবে চুক্তির পথে যেতে পারে ইস্টবেঙ্গল এফসি।
ফুটবল মহলে গুঞ্জন, তরুণ ডিফেন্ডার লালছুংনুংগাকে পাকাপাকিভাবে দলে নেওয়ার চেষ্টা করতে পারে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। তাঁকে লোনে দলে যোগ করা হয়েছিল। আগামী দিনে তাঁকে দীর্ঘ মেয়াদী চুক্তিতে ধরে রাখার ভাবনা ইস্টবেঙ্গলের রয়েছে বলে মনে করা হচ্ছে।
শোনা যাচ্ছে, মিজোরামের এই খেলোয়াড়কে তিন বছরের চুক্তিতে ক্লাবে রেখে দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। সব ঠিক থাকলে ২০২৬ পর্যন্ত লাল হলুদ তাঁবুতে থেকে যেতে পারেন তিনি।
একুশ বছর বয়সী এই ডিফেন্ডারের নাম ভারতীয় ফুটবলারের নাম ইতিমধ্যে বেশ পরিচিত। দলের প্রয়োজন অনুযায়ী সেন্ট্রাল ব্যাক এবং রাইট ব্যাকে খেলতে পারেন। ইন্ডিয়ান সুপার লিগে খেলার অভিজ্ঞতা না থাকলেও, আই লিগে ইতিমধ্যে খেলেছেন বেশ কিছু ম্যাচে।