
হঠাৎ কি হল রিয়াল মাদ্রিদের। যেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না সমর্থকরা (Real Madrid draw)। গত কয়েক ম্যাচ ধরেই লা লিগায় হতাশাজনক পারফরম্যান্স করে আসছে স্প্যানিশ জায়ান্টরা। নভেম্বরের শেষ দিনে অ্যাওয়ে ম্যাচে জিরোনার বিপক্ষে খেলতে নেমেছিল জাভি আলোন্সোর ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে বজায় থাকে ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা।
এদিন জিরোনার হয়ে গোল করে যান আজেদ্দিন উনাহি। পরবর্তীতে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়ে ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু তারপর আর জয়সূচক গোল তুলে নিতে পারেনি মাদ্রিদের এই দলটি।
ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দৌড়ে ভিআইপি এন্ট্রি নিশ্চিত করল ভারত
যারফলে এবার টানা তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করল ভিনিসিউস জুনিয়ররা। তাই গতবারের বিজয়ী বার্সেলোনা দলকে টেক্কা দিয়ে লিগ শীর্ষে ওঠার সুযোগ থাকলেও সেটা সম্ভব হয়নি। এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট পাসিং ফুটবল খেলার পরিকল্পনা ছিল প্রতিপক্ষ দলের।
তবুও প্রভাব বিস্তার করতে খুব একটা অসুবিধা হয়নি। মাঝে মধ্যেই বেশ কয়েকবার গোলমুখি আক্রমণে উঠে আসতে দেখা গিয়েছিল রিয়ালের ফুটবলারদের। তবে ২৬ মিনিটের মাথায় গোলের সুবর্ন সুযোগ চলে এসেছিল জিরোনার কাছে। তবে থিবো কুর্তোয়ার দক্ষতায় গোলের মুখ খোলা সম্ভব হয়নি।
তারপর প্রায় ৩৯ মিনিটের মাথায় সুযোগ বুঝেই বল গোলে ঠেলে দিয়েছিলেন এমবাপ্পে। তবে অফসাইডের ফাঁদে সেটি বাদ পড়ে। এরপর প্রথমার্ধের শেষ লগ্নে বিষ্ময়কর ভাবে গোল করে এগিয়ে গিয়েছিল জিরোনা। সেই গোলে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরানোর পরিস্থিতিতে এনেছিলেন ভিনি। কিন্তু সেটিও বাতিল হয়ে গিয়েছিল অফসাইডে। যদিও সেই হতাশা কাটিয়ে গোলের মুখ খুলতে তারপর আর খুব একটা অসুবিধা হয়নি। মিনিট ছয়েক পরেই গোল করে দলকে সমতায় ফেরান এমবাপ্পে।
তারপর উভয় দলের তরফে গোলের সুযোগ আসলেও কাজের কাজ করা সম্ভব হয়নি কারোর পক্ষে। যারফলে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, একই ম্যাচ খেলে ৩৪ পয়েন্টে থাকল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।




